ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডিসিদের কাছে পাঠানো হচ্ছে

দুস্থ মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর বরাদ্দ সাড়ে ১০ কোটি টাকা

প্রকাশিত: ২৩:৩০, ২২ এপ্রিল ২০২১

দুস্থ মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর বরাদ্দ সাড়ে ১০ কোটি টাকা

বিশেষ প্রতিনিধি ॥ করোনাভাইরাস মহামারীর মধ্যে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষের সহায়তায় ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ দেয়া হয়েছে বলে বুধবার জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। প্রেস সচিব জানান, চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকদের অনুকূলে প্রধানমন্ত্রী এই অর্থ বরাদ্দ দিয়েছেন। স্থানীয় তালিকার ভিত্তিতে একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত জনগণ এই সুবিধা পাবেন। এর আগে চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে বিভিন্ন পেশায় নিয়োজিত নিম্ন আয়ের প্রায় ৩৫ লাখ পরিবার এবং অতিসম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় এক লাখ কৃষকসহ ৩৬ লাখ পরিবারকে নগদ অর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সহায়তা প্রদানের ঘোষণা দেয়া হয়। প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত নি¤œ আয়ের লোকজনদের পরিবার প্রতি আড়াই হাজার টাকা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার প্রতি ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবেন সরকারপ্রধান শেখ হাসিনা। এ বাবদ সরকারের প্রায় সাড়ে ৯শ’ কোটি টাকা ব্যয় হবে। গত মার্চ মাস থেকে দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ভয়ঙ্কর রূপ নিয়েছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নতুন করে আঘাত হেনেছে সারাদেশে। দ্বিতীয় ঢেউয়ের করোনাভাইরাস আরও মরণঘাতী হয়ে আবির্ভূত হয়েছে। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যু আগের দিনের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। সরকার থেকে নানা পদক্ষেপ গ্রহণ করার পরও মানুষের মধ্যে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে তেমন সচেতনতা সৃষ্টি না হওয়ায় সংক্রমণ পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়ে। প্রথম দফা সাত দিনের সাধারণ লকডাউনের ঘোষণার পরও মানুষের মধ্যে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলার ক্ষেত্রে শিথিলতা করোনা পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নেয়। দেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে সরকার বাধ্য হয়ে গত ১৪ এপ্রিল থেকে কড়া লকডাউনে যেতে বাধ্য হয়। এরপরও সংক্রমণ ও মৃত্যুর মিছিল বাড়তে থাকায় সরকার থেকে সেই লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কড়া লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধি করার ফলে এই সময়ে কষ্টে থাকা ও ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষের মধ্যে দ্রুত সহায়তা পৌঁছে দিতে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বলে জানা গেছে। চলমান লকডাউনের মধ্যে কষ্টে থাকা মানুষকে স্থানীয় তালিকার ভিত্তিতে একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত এই সহায়তা পৌঁছে দেয়া হবে। আর পবিত্র ঈদের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেশের প্রায় ৩৬ লাখ পরিবারের কাছে আড়াই এবং পাঁচ হাজার টাকার নগদ অর্থ সহায়তা পৌঁছে দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
×