ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৩০২/২

শান্তর শতকে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

প্রকাশিত: ২৩:২৯, ২২ এপ্রিল ২০২১

শান্তর শতকে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

মোঃ মামুন রশীদ ॥ ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে সবুজ ঘাস শঙ্কা ছড়িয়েছে। স্বাগতিক শ্রীলঙ্কাও হুমকি দিয়ে রেখেছে ঘাসের উইকেটে গতির ঝড় তুলে বাংলাদেশ দলকে নাজেহাল করার। কিন্তু সব ভীতিকে ছাপিয়ে টস জিতে ব্যাটিং নিয়ে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক সৌরভ একটি স্বপ্নময় দিন পেয়েছেন। বুধবার প্রথম টেস্টের প্রথম দিন শেষে মাত্র ২ উইকেট হারিয়ে ৩০২ রান তুলে স্বপ্নের মতো একটা দিন পার করেছে বাংলাদেশ দল। দেশের বাইরে টেস্টের প্রথম দিন ব্যাট করে এর চেয়ে ভাল আগে কখনও কাটায়নি টাইগাররা। তামিম ইকবালের মারমুখী ৯০ রানের ইনিংসটিই পথ দেখায়। স্বপ্নের মতো এমন দিন এসেছে নাজমুল হোসেন শান্তর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে। তিনি ১২৬ রানে অপরাজিত থেকে দলকে আরও বড় সংগ্রহ পাওয়ার দৃঢ় আশা জুগিয়েছেন। আজ তা বাস্তব হতেই পারে। কারণ দীর্ঘ প্রায় ৪ বছর পর বিদেশের মাটিতে অর্ধশতক হাঁকিয়ে অধিনায়ক মুমিনুল হক সৌরভও ৬৪ রান নিয়ে ক্রিজে আছেন। শান্ত-মুমিনুল মিলে অবিচ্ছিন্ন থেকে এখন পর্যন্ত ১৫০ রান যোগ করেছেন যা বিদেশের মাটিতে তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশের রেকর্ড হয়ে গেছে। গত দুই বছরে টেস্ট ক্রিকেটে আহামরি কিছুই করে দেখাতে পারেনি বাংলাদেশ। বরং এর মধ্যে নবীন টেস্ট খেলুড়ে দল আফগানিস্তানের কাছে দেশের মাটিতে হেরে গেছে। সর্বশেষ দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজের কাছেও দুই টেস্টের সিরিজে নিজেদের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছে মুমিনুল হকের দল। বিপর্যস্ত দলটি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং ব্যর্থতায় একেবারেই ন্যুব্জ হয়ে এবার শ্রীলঙ্কা সফরে গেছে করোনা মহামারীর বিরতি কাটিয়ে বিদেশে প্রথম কোন টেস্ট সিরিজ খেলতে। অধিনায়ক মুমিনুলও ৬ টেস্টে জয় দেখেছেন মাত্র ১টি, সার্বিকভাবে বাংলাদেশ দল সর্বশেষ ৯ টেস্টে হেরেছে ৮ ম্যাচ। কোণঠাসা একটি দল অপ্রতুল প্রস্তুতি নিয়ে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ কিছু করবে এমনটা প্রত্যাশা করাই কঠিন হয়ে পড়ে। এর মধ্যে আবার ক্যান্ডির এই ভেন্যুতে প্রথমবার টেস্ট খেলতে নামা যেখানে ঘাসে ঢাকা উইকেটে পেসারদের দৌরাত্ম্য দেখার ভয়। কিন্তু সাহসী হয়ে মুমিনুল টস জিতে ব্যাটিং নিলেন। কিন্তু শুরুতেই ধাক্কা খেতে হয়েছে মাতৃভূমিতে প্রথমবার খেলতে নামা তরুণ ওপেনার সাইফ হাসান শূন্য রানে সাজঘরে ফেরায়। ইনিংসের দ্বিতীয় ওভারেই তাকে হারিয়ে ফেলার পর অবশ্য সাহস হারাননি অভিজ্ঞ তামিম। তিনি ব্যাট ঘুরিয়েছেন নিজের পছন্দমাফিক। একের পর এক শটের ফুলঝুরিতে নাজেহাল করেছেন লঙ্কান পেসারদের। রোদ যত তীব্র হয়েছে, পাল্লেকেলের উইকেট ততই ব্যাটিং স্বর্গ হয়ে উঠেছে। সেই সুযোগ কাজে লাগিয়ে পুরনো রূপে ফিরে আসেন তামিম। মাত্র ৫৩ বলেই ক্যারিয়ারের ২৯তম ফিফটি পেয়ে যান। তাকে ধীরস্থিরভাবে সঙ্গ দিয়ে শান্ত নিñিদ্র ইনিংস খেলছিলেন। তবে ব্যক্তিগত ২৮ রানে একটা সুযোগ দিয়েছিলেন তিনি। ধনঞ্জয়া ডি সিলভার বলে তুলে দেয়া ক্যাচ উইকেটরক্ষক নিরোশান ডিকভেলা লুফতে পারেননি। লাঞ্চ বিরতিতে ১ উইকেট হারিয়ে ১০৬ রানে যাওয়া বাংলাদেশকে আরও ১ ঘণ্টার বেশি বিপদে পড়তে দেননি তামিম-শান্ত। দ্বিতীয় উইকেট জুটিতে তারা ১৪৪ রান করেন। এটি শ্রীলঙ্কার মাটিতে দ্বিতীয় উইকেটে বাংলাদেশের রেকর্ড জুটি। তামিম সাবলীলভাবে ওয়ানডে মেজাজে খেলে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন। তবে ১০১ বলে ১৫ চারে ৯০ রান করার পর তিনি নিজের সবচেয়ে বাজে শটটি খেলে সাজঘরে ফেরেন। বিশ্ব ফার্নান্দোর অফস্টাম্পের বাইরের বল খোঁচা মেরে দ্বিতীয় স্লিপে থিরিমান্নেকে ক্যাচ দেন। সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে তিনি মাঠ ছাড়লেও শান্ত ছিলেন নির্বিকার। প্রথম শ্রেণীর ক্যারিয়ারে অপরাজিত ২৫৩, লিস্ট ‘এ’ ক্রিকেটে অপরাজিত ১৫০, টি২০ ক্রিকেটে অপরাজিত ১১৫ রানের ইনিংস যার দখলে সেই শান্ত তিন ফরমেটে ১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে মাত্র একটি হাফসেঞ্চুরি পেয়েছেন এদিনের আগ পর্যন্ত। আন্তর্জাতিক ২২ ইনিংসে সেরা ৭১ রান গত বছর ফেব্রুয়ারিতে জিম্বাবুইয়ের বিপক্ষে মিরপুরে হওয়া একমাত্র টেস্টে। তিনি অবশেষে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক পেয়ে যান নিজের সপ্তম টেস্টের ১২তম ইনিংসে এসে। ১২০ বলে অর্ধশতক পূরণ করেন ফার্নান্দোকে চার হাঁকিয়ে। এরপরও থামেননি। তার মতোই দারুণ খেলে গেছেন মুমিনুল। দুজন তৃতীয় উইকেটে ১৫০ রান যোগ করে দিন শেষ করেছেন। এটি বিদেশের মাটিতে তৃতীয় উইকেটে বাংলাদেশের জুটির রেকর্ড। ২ উইকেটে ৩০২ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ। এর আগে বিদেশের মাটিতে কোন টেস্ট ম্যাচের প্রথম দিন সবচেয়ে ভাল কেটেছিল ২০১৩ সালে জিম্বাবুইয়ে সফরে। সেবার প্রথম দিন ৬ উইকেটে ৩০০ রান নিয়ে শেষ করে বাংলাদেশ দল। এবার সেটিকেও ছাপিয়ে গেল শান্তর দারুণ ব্যাটিংয়ে। অবশ্য ঘরের মাটিতে টেস্টের প্রথম দিন ৩ শতাধিক রান করেছে বাংলাদেশ আরও ৮ বার। যার মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষেই ২ বার কোন টেস্টের প্রথম দিন ৩ শতাধিক রান করেছে বাংলাদেশ। ক্যান্ডিতে নতুন রেকর্ডই গড়লেন মুমিনুলরা। ১২৬ রানে অপরাজিত শান্ত বলেন, ‘আমার বিশ্বাস ছিল আমি বড় রান করতে পারি। এটাতে (সেঞ্চুরি) খুব বেশি রোমাঞ্চিত হওয়ার কিছু নাই। কালকে আবার ব্যাটিং আছে, যত লম্বা ব্যাটিং করা যায়।’
×