ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত এক

প্রকাশিত: ২২:৩২, ২২ এপ্রিল ২০২১

নওগাঁয় ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত এক

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২১ এপ্রিল ॥ নিয়ামতপুরে বোরো ধান কাটাকে কেন্দ্র করে বুধবার বিকেলে তীর ধনুক নিয়ে আদিবাসী দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ২ নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। এ সময় গুরুতর আহত ৪ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলার পাড়ইল ইউনিয়নের মাসনা ধানের খেতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলার পাড়ইল ইউনিয়ন বান্দইল বিচিবাড়ী গ্রামের মৃত তারণ সরদারের আরএস রেকর্ডভুক্ত ৩ একর ৫৬ শতক জমি মৃত মসি সরদারের ছেলে বুধু সরদার, তারানু সরদার, বিধানের ছেলে খোকা টপ্প, মৃত তারণ সরদারের ছেলে বিধান সরদার বোরো ধান রোপণ করেন। রাজশাহীতে নূরের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের হয়েছে। মামলার বাদী রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি। মামলার আর্জিতে তিনি বলেছেন, ভিপি নূর সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ও সরকারের সম্পর্কে মিথ্যা ও বানোয়াট মন্তব্য করছেন। ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এতে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটার উপক্রম হচ্ছে। চট্টগ্রামেও মামলা স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, ফেসবুক লাইভে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চট্টগ্রামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। মঙ্গলবার রাতে সিএমপির কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন আজিজ মিসির। কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, এজাহারে বাদী আজিজ মিসির অভিযোগ করেন, ভিপি নূর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে ধর্মের সঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে অত্যন্ত আপত্তিকর ও উস্কানিমূলক বক্তব্য প্রদান করেছেন। তার এ বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপপ্রয়াস এবং মানহানিকর। নুুরুল হক নূরের বিরুদ্ধে দায়ের করা মামলায় আনীত অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার মোঃ নেজামউদ্দিন।
×