ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগামী রবিবার দোকান-শপিংমল খোলার বিষয়ে সিদ্ধান্ত

প্রকাশিত: ২০:০৫, ২১ এপ্রিল ২০২১

আগামী রবিবার দোকান-শপিংমল খোলার বিষয়ে সিদ্ধান্ত

অনলাইন রিপোর্টার ॥ আগামী রবিবারের মধ্যে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। করোনার এমন পরিস্থিতিতে দোকান মালিকদের ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ জানান তিনি। বুধবার (২১ এপ্রিল) বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, করোনার সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধের কারণে পয়লা বৈশাখের ব্যবসা হয়নি। তারপর চলমান লকডাউনের কারণে ঈদকেন্দ্রিক ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় আছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খুলে দেওয়ার দাবি করছেন। তিনি বলেন, আগামী সোমবার থেকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খুলে দেওয়ার অনুরোধ জানিয়ে গত ১৭ এপ্রিল প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি। আমরা আশাবাদী, এ পর্যন্ত আমরা যখনই প্রধানমন্ত্রীর কাছে যা চেয়েছি তিনি আমাদের দিয়েছেন। রমজানের আগেও আমাদের ৫ দিনের সময় দিয়েছেন। যদিও এ বিষয়ে হ্যাঁ-না কিছুই বলা হয়নি। তবে আমরা আশা করছি, আগামী রবিবারের মধ্যে একটি সিদ্ধান্ত আসবে। হেলাল উদ্দিন বলেন, আমরা আশা করছি আগামী রবিবার একটা ভালো খবর বা সুসংবাদ পাবো দোকান খোলার বিষয়ে। সে জন্য আমাদের আগামী রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এ সময়ে আমি দোকান ব্যবসায়ীদের ধৈর্যসহকারে অপেক্ষা করার অনুরোধ জানাচ্ছি। গত রবিবার (১৮ এপ্রিল) রাজধানীর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির অফিস কক্ষে এক সংবাদ সম্মেলনে ২২ এপ্রিল থেকে প্রয়োজনীয় সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শপিংমল, মার্কেট, দোকান ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিতে নির্দেশনা, শ্রমিক-কর্মচারীদের দুই মাসের বেতন ও বোনাসের ৯৬ হাজার ৭০৮ কোটি টাকার অর্ধেক ৪৮ হাজার ৩৫৪ কোটি টাকা ঈদের আগে ঋণ প্রণোদনা হিসেবে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রদান এবং দেশের সার্বিক অর্থনৈতিক অচলাবস্থা দূর করার লক্ষ্যে আগামী তিনমাসের মধ্যে দেশকে টিকাদানের আওতায় আনার দাবি জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) দোকান মালিক সমিতি। এর আগে গত ০৬ এপ্রিল দিনে ৪ ঘণ্টা দোকান খোলা রাখার জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠি দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। চিঠিতে, ক্ষুদ্র, পাইকারি, খুচরা মার্কেট ও দোকান সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে খোলা রাখতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।
×