ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওয়াইল্ড কার্ড কি জুটবে জহির রায়হানের ভাগ্যে?

প্রকাশিত: ১৯:৩৮, ২১ এপ্রিল ২০২১

ওয়াইল্ড কার্ড কি জুটবে জহির রায়হানের ভাগ্যে?

স্পোর্টস রিপোর্টার ॥ নিজের ফেসবুকের টাইম লাইনে লিখে রেখেছেন, ‘খেলা আর খেলা। আমার জীবনে খেলা ছাড়া আর কিছুই নাই।’ যার কথা বলা হচ্ছে, তিনি তারকা স্প্রিন্টার জহির রায়হান। ১৯ বছর বয়সী (আগামী ২৫ এপ্রিল ২০ বছর পূর্ণ হবে) জহিরের চোখ এখন অলিম্পিকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সব ক্রীড়াবিদই স্বপ্ন দেখে অলিম্পিক গেমসে খেলার। আমিও সেই স্বপ্ন দেখি। এজন্য সবার সহযোগিতা-সমর্থন দরকার। অলিম্পিক খেলতে হলে ওয়াইল্ড কার্ড পেতে হয়, সেটি পাবার আশায় আছি। এখনও জানি না এ্যাথলেটিক ফেডারেশন আমাকে নিয়ে কি ভাবছে।’ বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু অলিম্পিকের জন্য এ্যাথলেটিক্স থেকে কে বা কারা ওয়াইল্ড কার্ড পাবেন, এ নিয়ে জানান, ‘আমারা চাই সর্বোচ্চ সংখ্যক এ্যাথলেট যেন ওয়াইল্ড কার্ড পায়। তবে শেষ পর্যন্ত কয়জন তা পাবে, সেটা বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনই ভাল বলতে পারবে। আশা করিছি খুব দ্রুতই ওয়াইল্ড কার্ড এসে যাবে। যত তাড়াতাড়ি আসে, ততই ভাল। ওয়াইল্ড কার্ড পাবার ক্ষেত্রে বিগত পারফরম্যান্সই সবকিছু নয়। আমরা মনোনীতদের একটা ফিটনেস টেস্ট করাবো। সেটাতে উত্তীর্ণ হলেই কার্ড দেয়া হবে।’ গত ২০১৬ রিও অলিম্পিক গেমসে দুই স্প্রিন্টার শিরিন আক্তার এবং মেজবাহ আহমেদ ওয়াইল্ড কার্ড নিয়ে খেলেছিলেন। আগামী টোকিও অলিম্পিকে কে বা কারা পাচ্ছেন ওয়াইল্ড কার্ড? একটি সূত্রে জানা গেছে, তিন এ্যাথলেটকে কার্ডের জন্য প্রাথমিকভাবে মনোনীত করেছে ফেডারেশন। এরা হলেন : জহির রায়হান, শিরিন আক্তার এবং মোহাম্মদ ইসমাইল। এখন দেখার বিষয়, টোকিও অলিম্পিকে অংশ নেয়ার জন্য জহিরের ভাগ্যে ওয়াইল্ড কার্ড জোটে কি না।
×