ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জলকন্যা শীলার নামে সুইমিংপুল ও মিনি স্টেডিয়াম আজও হয়নি!

প্রকাশিত: ১৯:৩৬, ২১ এপ্রিল ২০২১

জলকন্যা শীলার নামে সুইমিংপুল ও মিনি স্টেডিয়াম আজও হয়নি!

স্পোর্টস রিপোর্টার ॥ জলকন্যা তিনি।বাংলাদেশের তারকা সাঁতারু। ২০১৬ এসএ গেমসে দুটি স্বর্ণপদক জিতে সৃষ্টি করেছিলেন আলোড়ন। সদ্যসমাপ্ত বাংলাদেশ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে মশাল প্রজ্জ্বলন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে উপহার হিসেবে পেয়েছেন ফ্ল্যাট। বাংলাদেশ স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশন তাকে বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে সম্মানিত করেছিল ২০১৬ সালে। যার কথা বলা হচ্ছে, তিনি তারকা সাঁতারু মাহফুজা খাতুন শীলা। ৩১ বছর বয়সী শীলার জন্ম যশোরের অভয়নগরের নওয়াপাড়ার পাঁচকবরে। অনেকদিন ধরেই শীলার এলাকার জনগণ দাবি করে আসছিলেন শীলার নামে যেন ওই এলাকায় একটি সুইমিংপুল এবং একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়। কিন্তু আজও তাদের সেই দাবি বাস্তবায়ন হয়নি। এক হতদরিদ্র পরিবারের অদম্য ক্রীড়াবিদ শীলার শৈশব, কৈশোর কেটেছে দুঃখ ও দারিদ্রের কষাঘাতে। পিতা আলী আহমদ গাজী ও মাতা করিমন নেছার চতুর্থ সন্তান শীলা। তারঁ আরো ২ ভাই ও ২ বোন রয়েছে। ১৯৯৯ সালে শিশু একাডেমি আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে শীলা প্রথম হয়ে পদক লাভ করেন। ২০০২ সালে জাতীয় পর্যায়ে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে অংশ নিয়ে লাভ করেন স্বর্ণপদক। এ সময় তিনি বাংলাদেশ ক্রীড়াশিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ছাত্রী ছিলেন। ২০১৬ সালে তিনি স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। ২০০৬ সালে কলম্বোতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান গেমসে ৫০ মিটার ও ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২টি ব্রোঞ্জপদক, ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান গেমসে একই ইভেন্টে ২টি রৌপ্যপদক এবং ২০১৬ ভারতে অনুষ্ঠিত একই আসরে ৫০ মিটার ও ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণপদক লাভ করা। তাঁর ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকের সময় ছিল ৩৪.৮৮ সেকেন্ড। এর মাধ্যমে নতুন রেকর্ড গড়েন। শীলা দিল্লীতে অনুষ্ঠিত (২০১০ সালে) কমনওয়েলথ গেমস, একই সালে দুবাইতে অনুষ্ঠিত বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ, ২০১৩ সালে বার্সিলোনায় অনুষ্ঠিত বিশ্বসাঁতার প্রতিযোগিতা, ২০১৪ সালে গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসেও অংশ নেন। এখন তিনি বাংলাদেশ নৌবাহিনীর হয়ে খেলে যাচ্ছেন। সদ্যসমাপ্ত বাংলাদেশ গেমসেও তিনি ২টি সোনার পদক লাভ করেন। জাতীয় সাঁতারু শাহজাহান আলীর সাথে শীল বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০১৬ সালের ১৮ মার্চ।
×