ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অ্যাম্বুলেন্সে যাতায়াত করেন শেবাচিমের পরিচালক

প্রকাশিত: ১৯:০৪, ২১ এপ্রিল ২০২১

অ্যাম্বুলেন্সে যাতায়াত করেন শেবাচিমের পরিচালক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরাদ্দ গাড়ি না থাকায় রোগীর অ্যাম্বুলেন্সে যাতায়াত করতে হচ্ছে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালককে। এজন্য নির্ধারিত একটি অ্যাম্বুলেন্স বসিয়ে রাখা হয় পরিচালকের জন্য। যদিও পরিচালক দাবি করেছেন, অ্যাম্বুলেন্সটি সবসময় আটকে রাখা হচ্ছে এমনটি নয়, যখন জরুরি প্রয়োজনে তাকে কোনো কাজে বের হতে হয় তখনই তিনি সেটি ব্যবহার করে থাকেন। অ্যাম্বুলেন্সটি ছাড়া পরিচালক বা তার নিচে থাকা গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তাদের আনা-নেওয়ার জন্য আলাদা কোনো যানবাহন নেই। হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, বিগত দেড়যুগ আগে হাসপাতালের পরিচালকের জন্য থাকা নীল রঙের একটি গাড়ি বিকল হয়ে যায়। যা আজ পর্যন্ত হাসপাতালের পরিচালক কার্যালয়ের পাশে থাকা শেডে পরে রয়েছে। আর এতো সময় পরে থাকায় সেটি মেরামত দুস্কর ও ব্যয় সাপেক্ষ ব্যাপার। এটি বিকল হয়ে যাওয়ার কয়েকবছর পর তৎকালীন নার্সিং ইনস্টিটিউটের (বর্তমান নার্সিং কলেজ) অধ্যক্ষের জন্য বরাদ্দকৃত একটি মাইক্রোবাস টাইপের গাড়ি হাসপাতালের পরিচালক, উপ-পরিচালকসহ কর্মকর্তারা ব্যবহার করতেন। কারণ সেটি নার্সিং ইনস্টিটিউটের কেউ ব্যবহার করতো না। কয়েক বছর আগে সেটিও নিয়ে যায় নার্সিং অধিদপ্তর। এরপর থেকে হাসপাতাল প্রশাসন পুরোপুরি যানবাহন শুন্য হয়ে পরে। অথচ অর্গানোগ্রাম অনুযায়ী হাসপাতাল পরিচালকের জন্য পদমর্যাদা অনুযায়ী একটি গাড়ি, উপ-পরিচালকের জন্য একটি প্রাইভেটকার ও সহকারী পরিচালকদের জন্য একটি মাইক্রোবাস থাকার কথা হাজার শয্যার এ হাসপাতালটিতে। সূত্রমতে, প্রশাসনিক শাখা যানবাহন শুন্য হয়ে পরায়, উপায়ন্তর না পেয়ে হাসপাতালের চারটি অ্যাম্বুলেন্সের একটি হাসপাতালের পরিচালককে আনা-নেওয়াসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। হাসপাতালে সদ্যযোগদান করা পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম জানান, বিগত সময় থেকেই অর্গানোগ্রাম অনুযায়ী গাড়ির জন্য কর্তৃপক্ষ কাছে চিঠি চালাচালি করা হচ্ছে। তবে অদ্যবর্ধি হাসপাতালের পরিচালকসহ কারো জন্য কোনো যানবাহন বরাদ্দ পাওয়া যায়নি। ফলে হাসপাতালের চারটি অ্যাম্বুলেন্সের মধ্যে প্রশাসনিক কর্মকান্ড পরিচালনার জন্য তিনি বাধ্য হয়ে একটি অ্যাম্বুলেন্সে যাতায়াত করছেন। আর সেই অ্যাম্বুলেন্সটিও যখন রোগীদের জন্য প্রয়োজন হয়, তখন সেটি সে কাজেও ব্যবহার করা হয়।
×