ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে হিমাগারের খেঁজুরে ইদুরের বাসা, ৩ লাখ টাকা অর্থদন্ড

প্রকাশিত: ১৭:৪১, ২১ এপ্রিল ২০২১

মুন্সীগঞ্জে হিমাগারের খেঁজুরে ইদুরের বাসা, ৩ লাখ টাকা অর্থদন্ড

সংবাদদাতা, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরের এলাইড কোল্ড স্টোরে বুধবার দুপুর দুইটায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৮ হাজার কেজি খাওয়ার অনুপযোগি নষ্ট খেঁজুর জব্দ করেছে। জব্দকৃত খেজুর গুলোর বাজার মূল্য বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। যথাযথ নিয়মে খেজুর সংরক্ষন না রাখায় কোল্ড স্টোরের ম্যানেজার আতাউল্লাহকে ৩ লাখ টাকা জরিমান করা হয়েছে। মোবাইল কোটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মাহমুদ আশিক কবির জানান, নিয়মানুযায়ী যথাযথ ভাবে সংরক্ষনের অভাবে খেঁজুর গুলো নষ্ট হয়ে খাওয়ার অনুপযোগি হয়ে পড়ে। এই নষ্ট খেঁজুরই বাজারজাত করা হচ্ছিল। ফাঙ্গাস জমে যাওয়া পঁচা খেঁজুর খেলে মানুষের রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তাই নিরাপদ খাদ্য আইন ২০১৩ ধারা অনুসারে কোল্ড স্টোরের ম্যানেজারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলা স্যানেটারী ইন্সপেক্টর গাজী মো.আমিন জানান, পলিথিনে না রেখে খেজুরগুলো খোলা রাখার কারনেই ফাঙ্গাস জমে যায়। খেঁজুরের মধ্যে ইঁদুর বাসা বেধে বাচ্চা পর্যন্ড ফুটিয়েছে। রোজাদার মানুষসহ সাধারন মানুষ এই খেঁজুর খেলে রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। পরে জব্দকৃত খেঁজুর গুলো নদীর পাড়ে বালুর নিচে পুতে রেখে ধ্বংস করে দেয়া হয়।
×