ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে সাংবাদিক তৈয়ব

প্রকাশিত: ১৬:২৪, ২১ এপ্রিল ২০২১

খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে সাংবাদিক তৈয়ব

স্টাফ রিপোর্টও, খুলনা অফিস॥ ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনা সিটি মেয়রের দায়ের করা মামলায গ্রেফতার এনটিভির খুলনা প্রতিনিধি আবু তৈয়বকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে হাজির করার পর শুনানী শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই আবু সাইদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত চলাকালে প্রয়োজন হলে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ডের আবেদন করা হবে। খুলনা থানার উপ-পরিদর্মক (এস আই) বি এম মনিরুজ্জামান জানান, মঙ্গলবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে খুলনার নূরনগর এলাকার বাসা থেকে সাংবাদিক আবু তৈয়বকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক বাদী হয়ে মঙ্গলবার বিকেলে খুলনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(২),২৯(১),৩১(১) ও ৩১(২)/৩৫ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলায় অপর আসামি হলেন দৈনিক লোকসমাজ পত্রিকার রামপাল প্রতিনিধি সবুর রানা। তিনি পলাতক রয়েছেন। পুলিশ জানায়, মামলার অভিযোগে বলা হয় পরস্পর যোগসাজশে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে মোংলা কাস্টমস সম্পর্কিত বিষয়ে তাকে (মেয়রকে) হেয় প্রতিপন্ন করার উদ্ধেশ্যে মিথ্যা, ভিত্তিহীন আক্রমণাত্মক এবং মানহানিকর তথ্য প্রচারের মাধ্যমে জনমনে ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টির অপচেষ্টা চালিয়েছেন। সাংবাদিক আবু তৈয়ব সম্প্রতি ফেসবুক এ্যাকাউন্টে একটি মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট দিয়ে তাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালান।
×