ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বামীর মৃত্যুর পর প্রথম জন্মদিন অনাড়ম্বরভাবে কাটাবেন রানি

প্রকাশিত: ১৬:২২, ২১ এপ্রিল ২০২১

স্বামীর মৃত্যুর পর প্রথম জন্মদিন অনাড়ম্বরভাবে কাটাবেন রানি

অনলাইন ডেস্ক ॥ ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ স্বামী প্রিন্স ফিলিপকে চিরবিদায় জানানোর কয়েক দিনের মধ্যেই ৯৫তম জন্মদিনে পা রাখলেন। বার্তাসংস্থা রয়টার্স জানায়, বুধবার রানির জন্মদিনে টাওয়ার অব লন্ডন কিংবা হাইড পার্কে তোপধ্বনি দিয়ে অভিবাদন জানানো হবে না, অনাড়ম্বরভাবে কাটবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ব্রিটিশ সিংহাসনে থাকা রানির জন্মদিন। এর আগে বয়োজ্যেষ্ঠ এই ব্রিটিশ রাষ্ট্রপ্রধানের প্রতি জন্মদিনেই এসব আনুষ্ঠানিকতা পালন করা হয়েছে। রানির জন্মদিন উপলক্ষে প্রতি বছর রাজপ্রাসাদে কিছু আনুষ্ঠানিকতা পালন করা হলেও এ বছর প্রিন্স ফিলিপের মৃত্যুর পর ঘোষিত দুই সপ্তাহের শোকের জন্য সে আনুষ্ঠানিকতাও সীমিত থাকছে। অবশ্য প্রতি বছর জুনের দ্বিতীয় সপ্তাহে রানির সরকারি জন্মদিন উদ্‌যাপন করা হয় বর্ণাঢ্য আয়োজনে। গত ৯ এপ্রিল ৯৯ বছর বয়সে মারা যান রানির স্বামী প্রিন্স ফিলিপ। রাজপরিবারের পক্ষ থেকে গত শনিবার উইন্ডসর প্রাসাদে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। সাংবিধানিক রাজতন্ত্রের প্রধান রানি দ্বিতীয় এলিজাবেথ প্রিন্স ফিলিপকে বিয়ে করছিলেন ১৯৪৭ সালে। ব্রিটিশ দৈনিকের খবরে বলা হয়, শোকের এই সময়টা একাকিত্ব ঘোচাতে স্বজনরা রানিকে সঙ্গ দেবেন। এ বিষয়ে বাকিংহাম প্রাসাদের মুখপাত্র কোনও মন্তব্য করতে রাজি না হলেও শেষকৃত্যের পর পারিবারিক সব কিছুই একান্তে হবে বলে জানা গেছে। ১৯৫২ সালে ২৫ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটেনে সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকা রানি হিসেবে ২০১৫ সালে তিনি মাতামহী রানি ভিক্টোরিয়াকে ছাড়িয়ে যান। ১৯২৬ সালের ২১ এপ্রিল সেন্ট্রাল লন্ডনের ব্রুটন স্ট্রিটে জন্ম হয়েছিল এলিজাবেথের। অষ্টম এডওয়ার্ড বিধবা ওয়ালিস সিম্পসনকে বিয়ে করতে সিংহাসন ছাড়লে তার ছোট ভাই রানির বাবা ষষ্ঠ জর্জ ১৯৩৬ সালে রাজা হিসেবে অভিষিক্ত হন। কানাড, অস্ট্রেলিয়া, এবং নিউজিল্যান্ডসহ সাবেক ১৫টি ব্রিটিশ উপনিবেশেরও রাষ্ট্রপ্রধান রানি দ্বিতীয় এলিজাবেথ।
×