ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরগুনার ভারানির খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ আপীলে বহাল

প্রকাশিত: ১৬:২১, ২১ এপ্রিল ২০২১

বরগুনার ভারানির খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ আপীলে বহাল

স্টাফ রিপোর্টার॥ বরগুনার ভারানির (কৈরিতলা) খালপাড়ের দেড় কিলোমিটারের মধ্যে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ২০১৯ সালের ৭ জানুয়ারি হাইকোর্টের দেয়া নির্দেশ বহাল রেখেছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। সেই সঙ্গে হাইকোর্টের সংশোধিত আদেশও স্থগিত করে দিয়েছেন আপীল বিভাগ। হাইকোর্টের সংশোধিত আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপীল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। পরিবেশবাদী আইনজীবী সমিতির (বেলা) পক্ষে ছিলেন অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী।বরগুনার ভারানির (কৈরিতলা) খালপাড়ের দেড় কিলোমিটারের মধ্যে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা। এ রিট আবেদনে ২০১৯ সালের ৭ জানুয়ারি হাইকোর্ট সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। পরবর্তীতে ওই এলাকার দুই ব্যক্তি মো. দেলোয়ার হোসেন ও ইমাম হোসেন হাইকোর্টের আদেশ সংশোধনের আবেদন করেন। তারা সরকার কর্তৃক বরাদ্দপ্রাপ্ত উল্লেখ করে এ আবেদন করেন। এ আবেদনে হাইকোর্ট ওই বছরের ২৪ জানুয়ারি আগের আদেশ সংশোধন করে আদেশ দেন। ফলে খালপাড়ের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ অবস্থায় ওই সংশোধিত আদেশের বিরুদ্ধে আপীল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ আবেদনের ওপর শুনানি শেষে আজ সংশোধিত আদেশ স্থগিত করে দেন আপীল বিভাগ।
×