ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৯০ টাকার স্যালাইন ১২০ টাকা

প্রকাশিত: ১৫:০৯, ২১ এপ্রিল ২০২১

৯০ টাকার স্যালাইন ১২০ টাকা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ডায়রিয়ার প্রাদুর্ভাবে বরিশাল সদর জেনারেল হাসপাতালের সামনের ওষুধের দোকানগুলোতে অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি করা হচ্ছে। রোগীর স্বজনদের অভিযোগ ডায়রিয়ার রোগীদের জন্য স্যালাইনের চাহিদা বেড়ে যাওয়ার সুযোগে হাসপাতালের বাহিরের ওষুধের দোকানগুলো ৯০ টাকার স্যালাইন কারও কাছে বিক্রি করা হচ্ছে ১২০ বা ১৩০ টাকা, কারও কাছ থেকে নেওয়া হয়েছে ২০০ টাকা। সরেজমিনে বুধবার দুপুরে সদর জেনারেল হাসপাতালের সামনে গিয়ে দেখা গেছে, ডায়রিয়ায় আক্রান্ত রোগীর স্বজনরা স্যালাইনের জন্য হাসপাতালের সামনের ওষুধের দোকানগুলোতে ভিড় করে আছেন। হাসপাতালের সামনের দি সেবা মেডিক্যাল হল নামের ওষুধের দোকানের কর্মচারি বদরুদ্দোজা বলেন, হাজার মিলির কলেরা স্যালাইনের রেট ৯০ টাকা করেই। তবে প্রোডাকশন কম থাকায় কোম্পানি অনেক বেশি দামে বিক্রি করেছে। তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হয়েছে। নগরীর অন্য এলাকার ওষুধের দোকানে গিয়ে জানা গেছে, স্যালাইনের দাম বাড়েনি। আগের দামেই বিক্রি হচ্ছে। কেউ বেশি দামে বিক্রি করলে তা সম্পূর্ণ অবৈধভাবে নিয়েছে। সদর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মলয় কৃষ্ণ বড়াল বলেন, স্বাভাবিকভাবে একজন রোগীকে তিন থেকে চারটি স্যালাইন আমরা দিয়ে থাকি। এর বেশি স্যালাইন লাগলে তাদের বাহির থেকে কিনতে হচ্ছে।
×