ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তিন দিনের সফরে ইরানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১২:৪৮, ২১ এপ্রিল ২০২১

তিন দিনের সফরে ইরানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ তিন দিনের সফরে ইরান পৌঁছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। মঙ্গলবার তেহরান পৌঁছান শাহ মেহমুদ কোরেশি। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের আমন্ত্রণে এ সফর করছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতি অনুসারে-ইরান সফরের সময় পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ, প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। এছাড়া তিনি ইরানের পবিত্র মাশহাদ শহর সফর করবেন। এ সফরের সময় ইরান ও পাকিস্তানের কর্মকর্তারা দুই দেশের মধ্যকার তৃতীয় সীমান্ত ক্রসিং উন্মুক্ত করবেন।
×