ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির পড়াশোনা ॥ পূর্ণ প্রস্তুতি-২ (মডেল টেস্ট) সুধীর বরণ মাঝি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশিত: ০১:২৪, ২১ এপ্রিল ২০২১

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সিনিয়র শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর বহুনির্বাচনী-৩০ ১। ১৮৫৩সালে বাংলা প্রদেশকে দ্বিক্ষন্ডিত করেছিল কোন ঔপনিবেশিকরা? (ক) ওলন্দাজ (খ) পর্তুগিজ (গ) ফরাসি (ঘ) ব্রিটিশ। ২। কিশোর অপরাধের সাথে যে নতুন মাত্রা যুক্ত হয়েছে তা হলো- (র) মোবাইলের অপব্যবহার (রর) প্রযুক্তির ওপর নির্ভরশীলতা (ররর) ইন্টারনেটের অপব্যবহার। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর। অনুচ্ছেদটি পড় ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও ঃ পপি টেলিভিশনে দেখতে পেল জাপানের সমুদ্র তলদেশে অগ্ন্যুপাত ঘটায় দেশটির ঐ অঞ্চলের জনজীবন বিপর্যপ্ত হয়ে পড়েছে। ৩। উক্ত ঘটনার ফলে কোন দুর্যোগটি ঘটতে পারে ? (ক) সুনামি (খ) ঘূর্ণিঝড় (গ) ভূমিকম্প (ঘ) সাইক্লোন । ৪। উক্ত ঘটনার ফলে সৃষ্টদুর্যোগটি বেশি ঘটার সম্ভবনা রয়েছে- (র) পাহাড়ি এলাকায় (রর) সমুদ্রতীরবর্তী এলাকায় (ররর) ভুমিকম্পপ্রবণ অঞ্চলে। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর। ৫। মাৎস্যন্যায়ের যুগের পর কত শতকে বাঙালির দীর্ঘস্থায়ী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ? (ক) সাত শতকের শেষ পর্বে (খ) আট শতকের প্রথম পর্বে (গ) আট শতকের মাঝ পর্বে (ঘ) নবম শতকের শেষ পর্বে । ৬। মাদকাসক্তির বড় কারণ কোনটি? (ক) অপসংস্কৃতি (খ) পারিবারিক অশান্তি (গ) বেকারত্ব (ঘ) নিঃসঙ্গতা । ৭। মোট কতজন প্রতিনিধি নিয়ে জেলা পরিষদ গঠিত হয়? (ক) ১৫জন (খ) ১৮জন (গ) ২১জন (ঘ) ২৫জন। ৮। আব্বাস উদ্দীন আহমেদকে কোন গানের স¤্রাট ভরা হয় ? (ক) লোকগানের (খ) দেশজগানের (গ) পল্লীগীতির (ঘ) ভাটিয়ালি গানের। ৯। জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকার নাগরিকদের কোন ধরনের সেবা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে? (ক) তথ্য সেবা (খ) প্রযুক্তিগত সেবা (গ) চিকিৎসা সেবা (ঘ) পুষ্টিবিষক সেবা । ১০। বাংলাদেশ কতসালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? (ক) ১৯৭২সালে (খ) ১৯৭৩সালে (গ) ১৯৭৪সালে (ঘ) ১৯৭৫সালে । অনুচ্ছেদটি পড় ১১ এবং ১২নং প্রশ্নের উত্তর দাও ঃ চাঁদপুর পৌরসভার বেকার যুবকদের জন্য প্রসাশনের ব্যবস্থাপনায় কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এই প্রশিক্ষণে যারা ভালো করবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ১১। উদ্দীপকের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার কোন কৌশলটির প্রয়োগ করা হয়েছে ? (ক) তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসার (খ) কারিগরি শিক্ষার প্রসার (গ) কর্মমুখী শিক্ষার প্রসার (ঘ) কুটির শিল্পের প্রসার। ১২। চাঁদপুর পৌরসভার জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে করণীয় হলো- (র) নারী শিক্ষার প্রসার (রর) প্রশিক্ষণমূলক কর্মসূচি সম্প্রসারণ (ররর) কর্মমুখী শিক্ষার প্রসার। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর। ১৩। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অংশগ্রহণের কারণ হলো- (র) দেশের প্রতি ভালোবাসা (রর) গোষ্ঠীগত স্বার্থ সংরক্ষণ (ররর) দেশকে শত্রুমুক্ত করা। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) র ও ররর (ঘ) র ও রর ১৪। চাকমা সার্কেলের প্রধান কে ? (ক) চাকমা রাজা (খ) হেডম্যান (গ) গোডেং (ঘ) চাকমা রানী । ১৫। কোনটি জাতিসংঘের সামাজিক সংস্থা ? (ক) ইউএনডিপি (খ) ইউনেস্কো (গ) ইউনিসেফ (ঘ) হু । উত্তর ঃ ১(ঘ), ২(খ), ৩(ক), ৪(গ), ৫(গ), ৬(ক), ৭(গ), ৮(ক), ৯(গ), ১০(গ), ১১(ক), ১২(ঘ), ১৩(গ), ১৪(ক), ১৫(খ)।
×