ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বড় ভাই হত্যায় ছোট ভাই গ্রেফতার

প্রকাশিত: ০০:২৫, ২১ এপ্রিল ২০২১

বড় ভাই হত্যায় ছোট ভাই গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে বড় ভাইকে হত্যার অভিযোগে সাফি উদ্দিন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সাফি নগরীর রাণীনগর মহল্লার মৃত বদর উদ্দিনের ছেলে। সোমবার রাতে বোয়ালিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, পৈত্রিক সম্পত্তি বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সাফির সঙ্গে তার বড় ভাই উজ্জল শেখের (৩৫) মধ্যে দ্বন্দ্ব ছিল। গত ৩ এপ্রিল সকালে উজ্জল শেখ তার ছোট ভাই সাফির বাড়ির গলির রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন সাফি বাড়ির দ্বিতীয় তলা থেকে উজ্জলের মাথার ওপর ইট ফেলেন। এতে উজ্জল গুরুতর আহত হন। এরপর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার কয়েক দফা চিকিৎসা করা হয়। গত রবিবার বিকেলে উজ্জল মারা যান। এক যুগ শিকলে বন্দী স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ প্রায় এক যুগ ধরে শিকলে বন্দী হলোখানা ইউনিয়নের চর সুভারকুটি গ্রামের মোক্তারের হাট এলাকার মৃত ছকমালের কন্যা সুলতানা (২৮)। ১০-১২ বছর আগে হঠাৎ মানসিকভাবে রোগাক্রান্ত হয় সুলতানা। অপচিকিৎসা (কবিরাজি) করার কারণে আর সুস্থতা ফিরে পায়নি সে। তার অসুস্থার কারণে স্বামী মেহেরজামাল দ্বিতীয় বিয়ে করেন। উন্নত চিকিৎসা না করা, অযতœ আর অবহেলায় ধীরে আরও মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন সে। জানতে চাইলে সুলতানা অকপটে বলে উঠেন নাম তার সুলতানা। স্বামীর নাম- মেহের। তার ঘরে বিবাহযোগ্য একটি কন্যা সন্তান রয়েছে। নাম লাবনী আক্তার। এলাকার ছ’মিল মালিক মোঃ বেলাল রহমান বলেন, মেয়েটির শুধু উন্নত চিকিৎসার অভাবে এই পরিণতি। যদি তার উন্নত চিকিৎসা করা যায় আমি আশাবাদী সে সুস্থ হয়ে উঠবে।
×