ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্ত্রী করোনায় আক্রান্ত, আইসোলেশনে কেজরিওয়াল

প্রকাশিত: ০০:২৪, ২১ এপ্রিল ২০২১

স্ত্রী করোনায় আক্রান্ত, আইসোলেশনে কেজরিওয়াল

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের রাজধানী দিল্লীর মুখ্যমন্ত্রীর বাড়িতে এবার করোনার হানা। কোভিড আক্রান্ত হয়েছেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল। মঙ্গলবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে। এদিকে স্ত্রী করোনায় আক্রান্ত হওয়ার পরপরই সেলফ আইসোলেশনে গেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার সকালে সুনীতা কেজরিওয়ালের করোনা পজিটিভ হওয়ার খবর আসতেই দ্রুত ব্যবস্থা নেয়া হয়। খবর এনডিটিভির। জানা গেছে, তার দেহে করোনার মৃদু উপসর্গ থাকায় বাড়িতে কোয়ারেন্টাইনে রেখেই চিকিৎসা চলছে। গত কয়েকদিন টানা সংক্রমণ বাড়তে থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে দিল্লী। করোনার লাগাম টানতে সোমবার ছয়দিনের লকডাউন জারি করে রাজ্যবাসীকে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার রাত ১০টা থেকেই জারি হয়েছে লকডাউন। শেষ হবে আগামী সোমবার ভোর ৬টায়। রবিবার এক সংবাদ সম্মেলনে দিল্লীর ভয়াবহ পরিস্থিতি জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, পুরো দিল্লীতে আর মাত্র ১০০ আইসিইউ বেড খালি রয়েছে। পর্যাপ্ত অক্সিজেনের অভাবও দেখা দিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই একের পর এক বিশিষ্ট লোকদের সংক্রমণের খবর সামনে আসছে।
×