ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধর্মের নামে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে ॥ তাজুল

প্রকাশিত: ২৩:৪০, ২১ এপ্রিল ২০২১

ধর্মের নামে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে ॥ তাজুল

স্টাফ রিপোর্টার ॥ ধর্মের নামে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। চলমান করোনা সংক্রমণ প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডের সরকারী বাসভবন থেকে সব পৌরসভার মেয়রদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময়কালে তিনি এ অভিমত ব্যক্ত করেন বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যারা ধর্মের কথা বলে দেশে অশান্তি সৃষ্টি করতে চায় তাদের শক্ত হাতে মোকাবেলা করতে সব জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, জনপ্রতিনিধিরাই সামাজিক বিপ্লব ঘটাতে পারে। তাই জনপ্রতিনিধিদের এ দায়িত্ব পালন করতে হবে। মন্ত্রী বলেন, ক্ষমতার অপব্যবহার করে নাগরিকদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত করা যাবে না। মানবকল্যাণে অবদান রাখার চেয়ে বড় প্রাপ্তি মানুষের কাছে আর কিছু হতে পারে না। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ যোগ্যতা ও মেধাকে কাজে লাগিয়ে সব সমস্যার সমাধান করতে হবে। এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ মতবিনিময় সভার মধ্য দিয়ে বিভিন্ন পৌরসভার মেয়ররা সরাসরি মন্ত্রণালয়ের দিকনির্দেশনা পেয়েছেন।
×