ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ পাঁচ জেলায় নিহত ৭

প্রকাশিত: ২৩:৩৮, ২১ এপ্রিল ২০২১

সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ পাঁচ জেলায় নিহত ৭

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় দেশের পাঁচ জেলায় মঙ্গলবার অন্তত ৭ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনার মধ্যে কুমিল্লায় ট্রাক-লরির সংঘর্ষে মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া বাগেরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক এবং রংপুরের বদরগঞ্জে গরুবাহী ভটভটি উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। অন্যদিকে মাদারীপুরে মাটিকাটা ট্রলির ধাক্কায় ভ্যানের যাত্রী এবং টাঙ্গাইলের সখীপুরে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। কুমিল্লা ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ট্রাক-লরির সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৭ জন। মঙ্গলবার বেলা ১১টায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আটগ্রাম পুরাতন রাস্তার মাথায় ঢাকামুখী দ্রুতগামী একটি লরি (ঢাকা মেট্রো-ঢ-৬২-০০১৬) রাস্তায় দাঁড়ানো একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় পূর্ব দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটে। এক পর্যায়ে লরিটি সড়কের পাশে থাকা দোকানে ঢুকে গেলে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এতে মোটরসাইকেল আরোহীসহ ৩ জন নিহত হন। আহত হয় পথচারীসহ আরও ৭জন। নিহতরা হলেন, চৌদ্দগ্রামের উনকোট গ্রামের রফিক মিয়ার ছেলে মোটরসাইকেল আরোহী পেয়ার আহম্মেদ (৩৫), ট্রাক হেলপার চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট এলাকার আলমগীর হোসেন (২৭) ও লরিচালক রাসেল (৩৮)। বাগেরহাট ॥ বাগেরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আমিরুল ইসলাম (৩২) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় উভয় ট্রাকের আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ট্রাকচালক আমিরুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। আহতদের মধ্যে সিরাজুল ইসলাম নামের একজনের নাম পাওয়া গেছে। রংপুর ॥ রংপুরের বদরগঞ্জে গরুবাহী ভটভটি উল্টে আনছার আলী (৬২) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি মিঠাপুকুর উপজেলার শুকুরেরহাট এলাকার গ্যানারপাড়ার বাসিন্দা। এ সময় আহত হন বিভিন্ন এলাকার আরও ১০ গরু ব্যবসায়ী। এ রিপোর্ট লেখার সময় মঙ্গলবার বেলা বিকেল ৩টায় আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছিলেন। তবে সাকি (৫২) নামে আরও এক গরু ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন উদ্ধার কাজে সহায়তাকারী লোকজন। তার বাড়ি মিঠাপুকুর উপজেলার মুসলিম বাজারে। মঙ্গলবার বিকেল ৩টায় মিঠাপকুর-ফুলবাড়ী সড়কের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। মাদারীপুর ॥ মাদারীপুরে মাটিকাটা ট্রলির ধাক্কায় জগবন্ধু বিশ্বাস (৫০) নামে এক অটো ভ্যানগাড়ির যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে রাজৈর উপজেলার রাজৈর-কোটালীপাড়া সড়কের মজুমদারকান্দি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত জগবন্ধু বিশ্বাস গোপালগঞ্জ জেলার দক্ষিণ সাতপাড় গ্রামের মৃত হরিদাস বিশ্বাসের ছেলে। টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে ট্রাকের ধাক্কায় তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কচুয়া দক্ষিণ পাড়া আকরচাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার আলম মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, কচুয়া-কির্তনখোলা চৌরাস্তা সড়কের পাশে খেলতে ছিল কামরুল। এ সময় কির্তনখোলা থেকে আসা গরুসহ একটি ট্রাক শিশুকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
×