ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ পার হলেই শঙ্কামুক্ত হবেন খালেদা

প্রকাশিত: ২৩:২৮, ২১ এপ্রিল ২০২১

আজ পার হলেই শঙ্কামুক্ত হবেন খালেদা

স্টাফ রিপোর্টার ॥ নতুন কোন উপসর্গ ছাড়া আজকের (বুধবার) দিনটি অতিক্রান্ত হলেই শঙ্কামুক্ত হবেন করোনাক্রান্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভাল হওয়ায় গুলশানের বাসায় স্বস্তিতেই আছেন। তাই তাকে বাসায় রেখেই সর্বক্ষণিক পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন ব্যক্তিগত চিকিৎসকরা। আর লন্ডন থেকে তার চিকিৎসার সার্বিক তদারকি করছেন পুত্রবধূ ডাঃ জোবাইদা রহমান। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন সোমবার মধ্যরাতে গুলশানের বাসা ফিরোজায় গিয়ে করোনাক্রান্ত খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে সাংবাদিকদের জানান, আর দুদিন পার হলেই তিনি শঙ্কামুক্ত হবেন। কারণ, করোনাক্রান্ত হওয়ার পর খালেদা জিয়া এখন দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে রয়েছেন। অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন যে তথ্য দিয়েছেন এর আগে খালেদা জিয়ার চিকিৎসক এফ.এম সিদ্দিকীও একই তথ্য দিয়েছেন। তাদের দেয়া তথ্যানুসারে আজকের দিনটি পার হলেই করোনাক্রান্ত খালেদা জিয়া শঙ্কামুক্ত হবেন। তাই নতুন করে খালেদা জিয়ার যেন আর কোন সমস্যা না হয় সে জন্য তার ব্যক্তিগত চিকিৎসকরা তৎপর রয়েছেন। লন্ডন থেকে খালেদা জিয়ার পুত্রবধূ ডাঃ জোবাইদা রহমানও এ বিষয়ে সার্বিক তদারকি করছেন। ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, করোনা আক্রান্ত খালেদা জিয়াকে প্রতিদিনই রুটিন চেকআপ করা হয়। এ সময় আমরা থাকি। সোমবার রাতে উনার অক্সিজেন সেচুরেশন, পালস, ব্লাড প্রেসার ও শরীরের তাপমাত্রা কয়েক ঘণ্টা পরপর মনিটরিং করা হয়। উনার সব কিছু ঠিক আছে। ডাঃ জাহিদ বলেন, করোনা রোগীর জন্য ১৩ থেকে ১৪তম দিন হচ্ছে সেকেন্ড উইকের লাস্ট ফেজ। এ সময়টা কেটে গেলে আর ভয় থাকে না। এখন পর্যন্ত যেহেতু খালেদা জিয়ার অন্যান্য উপসর্গ দেখা যায়নি তাই আমরা সবাই বলতে পারি উনার চিকিৎসা যেভাবে চলছে উনি স্থিতিশীল পর্যায়ে আছেন। এভাবে যদি আরও দুদিন যায় তাহলে আমরা আশা করতে পারি তিনি হয়তো করোনা থেকে ভাল একটা পর্যায়ে যেতে পারবেন। জানা যায়, করোনায় আক্রান্ত হলেও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রোজা রাখছেন এবং ইবাদত-বন্দেগি করছেন। তার জন্য প্রতিদিন ইফতার ও সেহরি আসে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসা থেকে। এ ছাড়া বাসায় থাকা অন্য লোকজনের জন্য বাসাতেই পাকানো হয়। এদিকে মঙ্গলবার সকালে কুর্মিটোলা হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজ টিকা নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান। এ ছাড়া তিনি সবাইকে করোনার টিকা নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়া করোনাক্রান্ত হওয়ার পর থেকেই দেশ-বিদেশে অবস্থান করা দলের সর্বস্তরের নেতাকর্মীরা নিয়মিত খোঁজ খবর রাখছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে যোগাযোগ করে তারা খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানার চেষ্টা করছেন। আবার কেউ কেউ খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে কথা বলেও এ বিষয়ে খবর জানার চেষ্টা করছেন। এ ছাড়া দেশ-বিদেশে অবস্থান করা খালেদা জিয়ার স্বজনরাও খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে নিয়মিত খোঁজখবর রাখছেন বলে জানা গেছে। উল্লেখ্য, ১১ এপ্রিল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হন। তার আগের দিন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ আল মামুন গুলশানের বাসায় গিয়ে করোনা টেস্টের জন্য খালেদা জিয়ার নমুনা সংগ্রহ করেন। খালেদা জিয়া আক্রান্ত হওয়ার আগেই তার গুলশানের বাসা ফিরোজায় ৮জন কর্মচারী করোনাক্রান্ত হয়। মূলত এ কারণেই খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়। সপ্তাহখানেক ক্লোজ মনিটরিংয়ে থাকবেন খালেদা জিয়া ॥ করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আরও এক সপ্তাহ ক্লোজ মনিটরিংয়ে রাখবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। মঙ্গলবার রাত পৌনে দশটায় বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এবং আব্দুল্লাহ আল মামুন তার বাসায় প্রবেশ করেন এবং তার স্বাস্থ্য পরীক্ষা করেন। পরে সোয়া এগারোটার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহিদ হোসেন। তিনি বলেন, আজকে (মঙ্গলবার) বেগম খালেদা জিয়ার করোনা আক্রান্তের ১৩ দিন। আল্লাহর অশেষ মেহেরবানি ভাল আছে। আমাদের মেডিক্যাল টিমের চীফ সিদ্দিকী বলেছিলেন, ‘গতকাল এবং আজকে দিনটা অত্যন্ত ক্রুসিয়াল।’ অর্থাৎ আগামীকাল দুপুর পর্যন্ত আমাদের ক্রুশিয়াল টাইম। এই অবস্থায় তার আজকে পর্যন্ত জ্বর স্বাভাবিক মাত্রায় আছে। স্বাভাবিক টেম্পারেচার যেটি মানুষের থাকা উচিত সেটি আছে। তার শ্বাস-প্রশ্বাস আলহামদুলিল্লাহ। অক্সিজেন সেচুরেশন খুবই ভাল আছে এবং খাবার রুচি ভাল আছে। কখনোই তার কাশি কিংবা গলা ব্যথা এ রকম কোন উপসর্গ ছিল না। সেটি এখনও নেই। জাহিদ বলেন, তিনি অন্য দিনের চেয়ে আজকে অনেকটা ভাল বোধ করছেন বলে আমাদের জানিয়েছেন। এ অবস্থায় তার যে চিকিৎসা চলছে সেই চিকিৎসাই চলবে। ১৪তম দিন পার হওয়ার পর পরবরর্তীতে মেডিক্যাল বোর্ডের আবারও কিছু পরীক্ষা-নিরীক্ষা আছে সেগুলো করানোর পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সঙ্গে সার্বক্ষণিক চিকিৎসার খোঁজখবর রাখছেন। সেই সঙ্গে তার সহধর্মিণী ডাঃ জোবায়দা রহমান ম্যাডামের চিকিৎসার ব্যাপারে সমন্বয় করছেন। এ সময় বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এবং শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
×