ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক অব্যাহত

প্রকাশিত: ২৩:২৩, ২১ এপ্রিল ২০২১

আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক অব্যাহত

জনকণ্ঠ ডেস্ক ॥ গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান, দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ অব্যাহত রয়েছে। শোকবার্তায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জনকণ্ঠ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান, দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন খুলনার তেরখাদা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, প্রেসক্লাব নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের নেতা, ফুলতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। শোকবার্তা পাঠিয়েছেন তেরখাদা উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শরাফাত হোসেন মুক্তি, ভাইস চেয়ারম্যান নাজমা খান, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ, তেরখাদার মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মোহসীন, সাচিয়াদহ ইউপি চেয়ারম্যান উকিল উদ্দিন লস্কার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ তবিবুর রহমান, যুবলীগের সভাপতি এস এম মফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান হীরাঙ্গন, ছাত্রলীগের আহ্বায়ক মোঃ ইয়াহিয়া, যুগ্ম-আহ্বায়ক শেখ হুসাইন আহমেদ, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন বিশ্বাস, কোষাধ্যক্ষ সুজন কুমার বৈদ্য, দফতর সম্পাদক কে এম আলী মাসুম, সাংস্কৃতিক সম্পাদক আসলাম শেখ, সদস্য এ এম আলী এহসান, মোঃ শরাফাত হোসেন মুক্তি, রবিউল ইসলাম, মোল্লা সাইদুল ইসলাম ও মোঃ আবুল কাশেম। সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ তেরখাদার সভাপতি মোল্যা জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক এস এম মফিজুল ইসলাম। আরও শোক বার্তা দিয়েছেন ফুলতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শেখ আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পীসহ নেতৃবৃন্দ। অনুরূপ বিবৃতি দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা কাজী আফর উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাধারণ সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, গাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদ ফুলতলা শাখার সভাপতি রহিমা খানম, সাধারণ সম্পাদক কবি মোঃ শহিদুল ইসলাম খান, ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি রবিন বসু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো। বিবৃতিদাতারা জনকণ্ঠ সম্পাদকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। বগুড়া ॥ গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান, দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন বগুড়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাব্লু, শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক, সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, শাখারিয়া ইউপি চেয়ারম্যান কামরুল হুদা উজ্জল, সচেতন নাগরিক কমিটি (সনাক) বগুড়ার সভাপতি অধ্যাপক ওসমান গনি, সাবেক সভাপতি মাছুদুর রহমান হেলাল, সনাক সদস্য মতিয়ার রহমান, সনাক সদস্য নিভা রানী সরকার, নান্দনিক নাট্যগোষ্ঠীর সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সংশপ্তক থিয়েটারের সভাপতি আব্দুল্লাহেল কাফি তারা, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সুজন, ইয়াং মেন ক্রিশ্চিয়ান এ্যাসোসিয়েশনের (ওয়াইএমসিএ) নির্বাহী পরিচালক রবার্ট রবিন মারান্ডি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (বিআইআইটি) উপাধ্যক্ষ প্রকৌশলী বজলুল করিম বাহার, পল্লী উন্নয়ন প্রকল্পের নির্বাহী সমন্বয়ক আবু হাসনাত সাইদ। বরিশাল ॥ গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান, দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকবার্তা দিয়েছেন বরিশাল জেলার ছয়টি পৌরসভার মেয়রগণ। শোকবার্তায় গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, মুলাদী পৌর মেয়র মোঃ সফিকউজ্জামান রুবেল, বাকেরগঞ্জ পৌর মেয়র মোঃ লোকমান হোসেন ডাকুয়া, মেহেন্দীগঞ্জ পৌর মেয়র আলহাজ কামাল উদ্দিন খান, বানারীপাড়া পৌর মেয়র এ্যাডঃ সুভাষ চন্দ্র শীল, উজিরপুর পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী দৈনিক জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। এছাড়া জনকণ্ঠের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকবার্তা দিয়েছেন অনলাইন প্রেসক্লাব বরিশালের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এক শোকবার্তায় রবিবার রাতে আত্মপ্রকাশ করা অনলাইন প্রেসক্লাব বরিশালের নবগঠিত কমিটির সভাপতি সালেহ্ টিটু, সাধারণ সম্পাদক সাইফ আমিন, সহ-সভাপতি জিয়া শাহীন, মামুন-অর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার রাকিব ও সম্পাদক এসএন পলাশ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন গাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির খান, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন ফুয়াদ, দফতর সম্পাদক ফয়সাল রাকিব, ক্রীড়া সম্পাদক এস এম শামীম, আইটি বিষয়ক সম্পাদক শহীদুল্লাহ সুমন, সাহিত্য বিষয়ক সম্পাদক এম জাহিদ, সমাজকল্যাণ সম্পাদক মিজান পলাশ, কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ নোমানী, আহম্মেদ জালাল ও হাসিবুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান, এম আরিফুল ইসলাম, মাসুদুর রহমান আসলাম, জুয়েল রানা, সদস্য সৈয়দ জিহাদ, শেখ সুজন, আকতার হোসেন খোকা, লিটন বায়েজিদ, জহিরুল ইসলাম বাপ্পী, আসাদুজ্জামান রায়হান, জানে আলম, রাজিব তাজ, কাওসার মাহামুদ মুন্না, এইচএম জাহিদ ও খন্দকার রাজিব, প্রশান্ত কুন্ডু, রুবেল, নাজমুল সানি, রাসেল হাওলাদার, রাতুল ইসলাম, তানজিমুন রিশাত, নজরুল ইসলাম বিপ্লব, আল-আমিন খান, রহমত উল্লাহ পলাশ, শরিফুল ইসলাম, সাইদুল ইসলাম, সাইদুল সিকদার, সিকদার মাহাবুব, সজিব সিকদার, এম সাইফুল ইসলাম, শাখায়াত হোসেন, তানিয়া বেগম, রানা শরিফ, সৈয়দ নাঈম, নাজমুল ইসলাম, রবিন হাসানাত ও রিপন হাওলাদার বীর মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। আমতলী, বরগুনা ॥ দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে আমতলীর বিশিষ্টজনেরা শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন বরগুনা-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ছরোয়ার ফোরকান, আমতলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মিয়া, বেসরকারী উন্নয়ন সংস্থা এনএসএস নির্বাহী পরিচালক সাংবাদিক শাহাবুদ্দিন পান্না, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম, মোঃ বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, মোঃ হারুন অর রশিদ হাওলাদার, মোঃ শহীদুল ইসলাম মৃধা, মোঃ আখতারুজ্জামান বাদল খাঁন, উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, সিনিয়ন সাংবাদিক পরিতোষ কুমার কর্মকার, আমতলী প্রেসক্লাবে সভাপতি মোঃ রেজাউল করিম বাদল, সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নুহু-উল-আলম নবীন ও সাবেক সাধারণ সম্পাদক এস এম নাশির মাহমুদ প্রমুখ। বিবৃতিদাতারা জনকণ্ঠ সম্পাদকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার বর্ণাঢ্য সাংবাদিকতা জীবন এবং মুক্তিযুদ্ধে তার ভূমিকার ভুয়সী প্রশংসা করেন। তার মৃত্যুতে বাংলাদেশ সংবাদপত্র জগতের একজন দিকপালকে হারিয়েছে বলে বিবৃতিদাতারা উল্লেখ করেন। কুমিল্লা ॥ জনকণ্ঠ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার। শোকবার্তায় তারা দৈনিক জনকণ্ঠ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে দেশের সংবাদপত্র অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে উল্লেখ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শোকবার্তা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবীর চৌধুরী, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ আবু তাহের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামীমুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রক্টর ড. কাজী মোঃ কামাল উদ্দিন, ডিনদের পক্ষে ড. দুলাল চন্দ্র নন্দী, তোফায়েল আহম্মেদ, প্রভোস্টদের পক্ষে মোঃ জুলহাস মিয়া, সাদেকুজ্জামান, বিভাগীয় প্রধানদের পক্ষে পার্থ চক্রবর্তী, ড. সোহরাব হোসেন প্রমুখ। কক্সবাজার ॥ গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এবং দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের (এম এ খান মাসুদ) মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কক্সবাজারের তৃণমূল লবণ চাষী, উৎপাদন ও সরবরাহকারী সমিতির নেতৃবৃন্দ। সমিতির সভাপতি নুরুল হক সওদাগর, সাধারণ সম্পাদক রহিম উল্লাহ, সদস্য আবদুল জব্বার, আজিজুর রহমান, সেলিম উল্লাহ, নুরুল কাদের, ছৈয়দুল বশর, শেখ জামাল ও মোহাম্মদ আলম বলেন, গোটা জাতি সাংবাদিকতা জগতে এক পথ প্রদর্শককে হারিয়েছে।
×