ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে দুই হাউজিং কোম্পানীর টেটা যুদ্ধ আহত ১০, গ্রেফতার ৩

প্রকাশিত: ২১:৪৫, ২০ এপ্রিল ২০২১

মুন্সীগঞ্জে দুই হাউজিং কোম্পানীর টেটা যুদ্ধ আহত ১০, গ্রেফতার ৩

সংবাদদাতা, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার ও সম্পত্তি দখলকে কেন্দ্র করে দুইটি হাউজিং কোম্পানীর লোকজনের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় একটি মিনিবাস ও ৩ টি বসত-ঘরে আগুন পোড়ানো সহ ৮ টি দোকান ভাংচুর করা হয়। সংঘর্ষের ঘটনায় পুলিশ ৪শতাধিক টেটা উদ্ধার করে। মঙ্গলবার সকালে সকাল সাড়ে ৬ টায় উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি বেগম বাজার সংলগ্ন নবধারা হাউজিং ও সরকার সিটি হাউজিংয়ের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত মোঃ দৌলত, সাজিন ও মো. মহিউদ্দিনকে ঢাকা মিডফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ফাঁকা গুলি ছুড়ে। পরে থানা পুলিশ খাসকান্দি গ্রামে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করে। পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য নিয়ে নবধারা হাউজিং কোম্পানীর চেয়ারম্যান মো. শাহজাহান ও সরকার সিটি হাউজিং কোম্পানীর চেয়ারম্যান খোরশেদ সরকারের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে দুই হাউজিং কোম্পানীর লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। অভিযান চালিয়ে ৪ শতাধিক টেঁটা উদ্ধার এবং জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে।
×