ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুর্ভিক্ষের ঝুঁকিতে লাখ লাখ মানুষ

প্রকাশিত: ২১:২৬, ২১ এপ্রিল ২০২১

দুর্ভিক্ষের ঝুঁকিতে লাখ লাখ মানুষ

একাধিক দুর্ভিক্ষ ছড়িয়ে পড়া ঠেকাতে অবিলম্বে জরুরী ব্যবস্থা নেয়ার ডাক পেয়েছেন বিশ^ নেতারা। করোনাভাইরাস মহামারী, সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং বৈষম্যের কারণে এসব দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করে দিয়েছে বৈষম্য মোকাবেলায় কাজ করে যাওয়া শত শত গ্রুপ। মঙ্গলবার এসব গ্রুপের পক্ষ থেকে লেখা এক খোলা চিঠিতে বিশ্বের সরকারগুলোকে দুনিয়াজুড়ে চরম খাদ্য নিরাপত্তাহীন পরিস্থিতি বাড়তে থাকা নিয়ে সতর্ক করে দেয়া হয়েছে। দুর্ভিক্ষ এড়াতে ব্যবস্থা নিতে জাতিসংঘের আহ্বানের সমর্থন জানিয়ে লেখা ওই খোলা চিঠিতে গ্রুপগুলোর পক্ষ থেকে বলা হয়, লাখ লাখ মানুষ ক্ষুধার মুখে রয়েছে আর শত শত কোটি পাউন্ডের বিনিয়োগ অবিলম্বে প্রয়োজন। - গার্ডিয়ান
×