ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মোল্লাহাটে নেতৃত্ব দেওয়া সেই মাদ্রাসা শিক্ষককে অব্যাহতি

প্রকাশিত: ২১:১৫, ২০ এপ্রিল ২০২১

মোল্লাহাটে নেতৃত্ব দেওয়া সেই মাদ্রাসা শিক্ষককে অব্যাহতি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের মোল্লাহাটে মামুনুল হকের আত্মীয়ের নেতৃত্বে হেফাজত কর্মীদের হামলায় ওসি কাজী গোলাম কবিরসহ ৫ পুলিশ সদস্য আহতের ঘটনায় জামেয়া হালীমিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক হেফাজত নেতা মাওঃ আব্দুল্লাহ’কে অব্যাহতি পত্র প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার ( ২০ এপ্রিল) দুপুরে ওই প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শাহিনুল আলম ছানা এতথ্য নিশ্চিত করেন। উদয়পুরের প্রাণ মোল্লা ও রাকিন সর্দ্দার নামে ২ জনকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতে গ্রেফতার করা হয়েছে। এদিকে এ ঘটনায় ২৬ জনের নাম উল্লেখসহ আরও অনেককে আসামী করা হয়। মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের নিকটাত্মীয় আব্দুল্লাহ খন্দোকারকে প্রধান আসামি করা হয়েছে। মোল্লাহাট থানার এসআই শাহীনুর রহমান গোলদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ওসি কাজী গোলাম কবির জানান, পুলিশের ওপর পরিকল্পিত হামলা, কর্তব্যে বাধাপ্রদান ও নাশকতা চেষ্টার অভিযোগে এ মামলা হয়েছে। এদের মধ্যে ২ জনকে রাতেই আটক করা হয়। বাকীদের আটকে অভিযান চলছে। অপরদিকে, এ ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে জামেয়া হালীমিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক হেফাজত নেতা মাওঃ মোঃ আব্দুল্লাহ’কে অব্যাহতি পত্র প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শাহিনুল আলম ছানা স্বাক্ষরিত অব্যাহতি প্রত্র প্রদান করা হয়। পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে তাকে অব্যহতি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার চেষ্টা এবং পুলিশের ওপর হামলার এ ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। লকডাউনের কারনে মাদ্রাসা বন্ধ থাকায় এ মাদ্রাসার কোন ছাত্র জড়িত ছিল না বলে শাহিনুল আলম ছানা দাবী করেন। অপর এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ইসলাম শান্তি শৃঙ্খলা বজায় রাখে, আর হেফাজত তা ভঙ্গ করে, বিশৃংখলা করে, তাই হেফাজতের এ সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মাওঃ মোঃ আব্দুল্লাহ ও চুনখোলা এলাকার সামাদ মুন্সির ছেলে শাকিব মুন্সিসহ শতাধিক হেফাজত নেতা-কর্মীর হামলায় সোমবার সকাল ১০ টার দিকে মোল্লাহাট থানার ওসি-সহ ৫ পুলিশ আহত হন। হেফাজত নেতা মামুনুল হককে গেফতারের প্রতিবাদে হেফাজতকর্মীদের বিক্ষোভ চেষ্টায় বাধা দিতে গেলে তারা হামলা করে। স্থানীয়রা জানান, হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের নানা বাড়ি মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামে। তার(মামুনুলের) আত্মীয় উদয়পুর জামেয়া হালিমিয়া মাদরাসার শিক্ষকদের নেতৃত্বে এই মিছিলের জন্য জড় হয়েছিল হেফাজত কর্মীরা।ওই মিছিল থেকেই পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক (পিপিএম) বলেন, সোমবার হেফাজতের মিছিলের নামে মোল্লাহাটে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত প্রত্যেক অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
×