ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে আশ্রয় দেওয়ার কথা বলে পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

প্রকাশিত: ১৯:৫৬, ২০ এপ্রিল ২০২১

শ্রীপুরে আশ্রয় দেওয়ার কথা বলে পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে আশ্রয় দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে পোশাক শ্রমিক এক যুবতীকে (৩২) কয়েক যুবক সংঘবদ্ধ ভাবে ধর্ষণ করেছে। এ ঘটনায় জড়িত এক যুবককে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম সুলতান। সে শ্রীপুরের মুলাইদ এলাকার ভাড়াটিয়া নুরুল ইসলামের ছেলে। শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার ও ভিকটিম জানান, শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের শহীদের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় এক পোশাক কারখানায় অপারেটর পদে চাকুরি করেন ওই যুবতী। নানা অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে বাড়ির মালিক ভাড়াটিয়া ওই যুবতীকে বাড়ি থেকে বের করে দেন। এসময় যুবতীকে আশ্রয় দেওয়ার কথা বলে প্রতিবেশী মিজান তার বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে যুবতীকে আটকে রেখে মিজান ও তার তিন বন্ধু জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। তারা অসুস্থ্য যুবতীকে দুপুরে বাড়ি থেকে বের করে দেয়। পরে ভিকটিম এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় তেলিহাটি ইউনিয়নের মুলাইদ আমতৈল এলাকার মৃত নজুম উদ্দিনের ছেলে মিজান ফকির, মিজানের বাড়ির ভাড়াটিয়া নুরুল ইসলামের ছেলে সুলতান, সুরুজ মিয়ার ছেলে সাদ্দাম হোসেন ওরফে সুবল এবং রানার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। পুলিশ অভিযুক্ত সুলতানকে গ্রেফতার করেছে।
×