ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লাঙ্গলবন্দে স্নানোৎসব স্থগিত

প্রকাশিত: ০০:৫৭, ২০ এপ্রিল ২০২১

লাঙ্গলবন্দে স্নানোৎসব স্থগিত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ করোনা পরিস্থিতি উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঐতিহাসিক লাঙ্গলবন্দ এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান স্নানোৎসব স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। সোমবার বিকেল চারটায় লগ্ন শুরু হয়ে আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ¯œানোৎসব পালন হওয়ার কথা ছিল। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জনকণ্ঠকে জানান, নারায়ণগঞ্জসহ সারাদেশে কোভিড-১৯ সংক্রামণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সংক্রামণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সারাদেশে সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছেন। ইয়াবাসহ দু’জন গ্রেফতার স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মৌচাক মোড় এলাকা থেকে ইয়াবাসহ মোঃ ফাহাদ বিন হাবিব (২১) ও মোঃ রাহামত উল্লাহ (২৬) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীররাতে রমনা থানাধীন মৌচাক মোড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। গ্রেফতারকৃতের বিরুদ্ধে রমনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
×