ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় করোনা রোগীদের জন্য ডিজিটাল ব্যবস্থাপনা উদ্বোধন

প্রকাশিত: ০০:৫৫, ২০ এপ্রিল ২০২১

খুলনায় করোনা রোগীদের জন্য ডিজিটাল ব্যবস্থাপনা উদ্বোধন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ কোভিড-১৯ আক্রান্তদের ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে যথাযথ চিকিৎসাসেবা ও সাপোর্ট এবং তাদের পরিবারের চাহিদা ও প্রায়োজনে মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ‘Home to Home Assistance to COVID-19 Patients through Digital System’ শীর্ষক কার্যক্রম সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উদ্বোধন করা হয়েছে। সম্মানিত অতিথি হিসেবে জুম এ্যাপের মাধ্যমে সংযুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র খুলনা- ২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি ঘরে বসে চিকিৎসাসেবা ও অন্যান্য মানবিক সহায়তা পেতে নিম্নলিখিত মোবাইল নম্বরসমূহে শুধু এসএমএস-এর মাধ্যমে নাম, ঠিকানা ও সমস্যা সংক্রান্ত খুদে বার্তা প্রেরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। নম্বরগুলো হলো : ০১৭৯৪-৭০১৫৫৫, ০১৭৯৪-৬১১৫৫৫, ০১৭০৯-৩১৯৭৬৯ এবং ০১৭৩০-৩২৪৭৯৭। এছাড়াও medicalservicecovidkhulna19@ gmail.com ইমেলে সংশ্লিষ্ট তথ্য প্রেরণ করেও নিবন্ধন করা যাবে।
×