ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে ইভটিজিংয়ের দায়ে যুবকের ১ বছরের কারাদন্ড

প্রকাশিত: ২২:০০, ১৯ এপ্রিল ২০২১

সোনারগাঁয়ে ইভটিজিংয়ের দায়ে যুবকের ১ বছরের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ ॥ সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় ইভটিজিংয়ের দায়ে মাসুম (৩৬) নামের এক বখাটে যুবককে ১ বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে এ সাজা প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম জানান, উপজেলার সাত ভাইয়াপাড়া এলাকার মাসুম নামের এক যুবক দীর্ঘদিন ধরে ওই এলাকার মহিলা ও যুবতীদের বিভিন্ন অঙ্গিভঙ্গিতে কু-প্রস্তাব দিয়ে ইভটিজিং করে আসছিল। সোমবার দুপুরে গোসল করা অবস্থায় ভেজা কাপড় পরিহিত এক মহিলাকে অশ্লীল কথা বলা, কুপ্রস্তাব দেয়া ও অঙ্গভঙ্গি করে। এসময় ওই মহিলা প্রতিবাদ করলে তাকে মারধর করার জন্য উদ্ধত হয়। এঘটনায় ওই মহিলা থানায় বাদী হয়ে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার নিয়ে আসে। এমন অভিযোগে ১৮৬০ এর ৫০৯ ধারায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ইভটিজার মাসুমকে সর্ব্বোচ এক বছরের কারাদন্ড দেওয়া হয়।
×