ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মির্জাপুর ইউসিসিএ নির্বাচন

ব্যাংকের ভুলে বিপ্লবের প্রার্থীতা বাতিল, ফিরে পেতে আপিল

প্রকাশিত: ১৬:০৫, ১৯ এপ্রিল ২০২১

ব্যাংকের ভুলে বিপ্লবের প্রার্থীতা বাতিল, ফিরে পেতে আপিল

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ ঋণ খেলাপী না হলেও কৃষি ব্যাংক মির্জাপুর শাখা ঋণ খেলাপী দেখিয়ে প্রতিবেদন দেয়ায় বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি এবং আসন্ন মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড’র নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জলের প্রার্থীতা বাতিল হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যাংকের এই ভুলের কারণে বিপ্লব মাহমুদের প্রার্থীতা অবৈধ ও বাতিল করে নির্বাচন পরিচালনা কমিটি। এদিকে ওই ব্যাংক কর্তৃপক্ষ ভুলবশত খন্দকার বিপ্লব মাহমুদকে ঋণ খেলাপী দেখানো হয়েছে উল্লেখ করে ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা স্বাক্ষরিত একটি চিঠি রবিবার নির্বাচন পরিচালনা কমিটিকে দিয়েছে। অন্যদিকে প্রার্থীতা ফিরে পেতে খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল রবিবারই সমবায় অধিদপ্তর ঢাকা বিভাগীয় যুগ্ম নিবন্ধন কার্যালয়ে অনলাইনে আপিল করেছেন বলে জানা গেছে। আগামী ৮ মে মির্জাপুর কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড’র নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ ১১ জন সমবায়ী প্রার্থী হন। এই নির্বাচন উপলক্ষে গত ১২ এপ্রিল মির্জাপুর উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় থেকে মির্জাপুর কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিডেট’র নির্বাচনে চেয়ারম্যন ও ভাইস চেয়ারম্যানসহ ১১ জন প্রার্থীর নামে কৃষি ব্যাংক মির্জাপুর শাখায় কোন খেলাপী ঋণ রয়েছে কি না তা জানতে চেয়ে চিঠি দেয়া হয়। তাতে ভুলবশত খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জলকে ব্যাংকের ঋণ খেলাপী উল্লেখ করে তথ্য দেয়া হয়। যে কারণে যাচাই বাছাই শেষে চেয়ারম্যান প্রার্থী খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জলের মনোনয়নপত্র নির্বাচন পরিচালনা কমিটি অবৈধ ঘোষণা করে। এদিকে রবিবার খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল কৃষি ব্যাংকে গিয়ে জানতে চান ঋণ খেলাপী না হয়েও কিভাবে তিনি ঋণ খেলাপী হলেন। পরে ব্যাংক কর্তৃপক্ষ যাচাই বাছাই শেষে দেখতে পান বিষয়টি ভুলবশত হয়েছে। গত ১৫ এপ্রিল ভুলবশত তাকে ঋণ খেলাপী উল্লেখ করে তথ্য দেয়া হয়েছিল এই ভুল স্বীকার করে পুনরায় রবিবার নির্বাচন কমিটির কাছে চিঠি দিয়েছে কৃষি ব্যাংক কর্তৃপক্ষ। বাংলাদেশ কৃষি ব্যাংক মির্জাপুর শাখার দ্বিতীয় কর্মকর্তা ছত্র নারায়ণের মোবাইল ফোনে বার বার যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে। মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিডেট’র নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বদিউজ্জামান সোমবার জনকণ্ঠকে বলেছেন, ব্যাংকের দেয়া তথ্যে খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জলের মনোয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে প্রার্থী আপিল করলে প্রার্থীতা ফিওে পেতে পারেন বলে তিনি উল্লেখ করেন। খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল বলেন, ব্যাংকের ভুল স্বীকার করে দেয়া প্রত্যয়নপত্র দিয়ে সমবায় অধিদপ্তর ঢাকা বিভাগীয় যুগ্ম নিবন্ধন কার্যালয়ে অনলাইনে আপিল করা হয়েছে। প্রার্থীতা ফিরে পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
×