ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিএল

পাঞ্জাবকে ৬ উইকেটে হারাল দিল্লী

প্রকাশিত: ০১:৩২, ১৯ এপ্রিল ২০২১

পাঞ্জাবকে ৬ উইকেটে হারাল দিল্লী

জনকণ্ঠ ডেস্ক ॥ রবিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে আইপিএলের চলতি আসরে নিজেদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিয়েছে দিল্লী ক্যাপিটালস। পাঞ্জাবের করা ১৯৫ রানের লক্ষ্য টপকে যেতে মাত্র ১৮.২ ওভার খেলেছে তারা, হারিয়েছে মাত্র চারটি উইকেট। জয় পেয়েছে ৬ উইকেটের। দলের জয়ে মুখ্য অবদান বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ানের। ৪৯ বলে ৯২ রান করে আউট হন ধাওয়ান। রান তাড়া করতে নেমে উদ্বোধনী সঙ্গী পৃথ্বী শ’কে নিয়ে ইতিবাচক শুরু করেন ধাওয়ান। পাওয়ার প্লের শেষ ওভারে আউট হওয়ার আগে ১৭ বলে ৩২ রান করেন পৃথ্বী। জুটির রান তখন ৫৯। ইনিংসের পরের ৯ ওভারের দায়িত্ব পুরোপুরি নিজের কাঁধে তুলে নেন ধাওয়ান। মাঝে ১১তম ওভারে স্টিভেন স্মিথ ১২ বলে ৯ রান করে সাজঘরে ফিরে যান। পরে বাকি কাজটা সারেন মার্কাস স্টয়নিস। অধিনায়ক রিশাভ পান্ত সে অর্থে খুব একটা অবদান রাখতে পারেননি। দলের জয়ের জন্য ১৬ রান বাকি থাকতে ১৬ বলে ১৫ রান করে আউট হন পান্ত। তবে স্টয়নিস ১৩ বলে ২৭ ও ললিত যাদব ৬ বলে ১২ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে মাঠ ছাড়েন। খবর ক্রিকইফোর। এর আগে টস জিতেছিলেন দিল্লী অধিনায়ক রিশাভ পান্ত। টস জিতে তিনি ব্যাট করার আমন্ত্রণ জানান প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংসকে। ব্যাট করতে নেমে দুই ওপেনার লোকেশ রাহুল আর মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে রীতিমতো ঝড় ওঠে। ১২.৪ ওভার ব্যাটিং করেন তারা দু’জন। স্কোরবোর্ডে তোলেন ১২২ রান। এরপর বিচ্ছিন্ন হন তারা। ৩৬ বলে ৬৯ রানের ঝড় তুলে বিদায় নেন তিনি। ৭টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ৪টি। তার অপর সঙ্গী লোকেশ রাহুল ৫১ বলে খেলেন ৬১ রানের ইনিংস। ৭টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ২টি। এরপর ক্রিস গেইল মাঠে নেমে ৯ বলে খেলেন ১১ রানের ইনিংস। ১৩ বলে ২২ রান করে অপরাজিত থাকেন দীপক হুদা, নিকোলাস পুরান করেন ৯ রান। শাহরুখ খান করেন ৫ বলে ১৫ রান। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস। ক্রিস ওকস, লুকমান মেরিওয়ালা, কাগিসো রাবাদা এবং আবেশ খান নেন ১টি করে উইকেট।
×