ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বনাথে নদী তীর সংরক্ষণ কাজে দুর্নীতির অভিযোগ

প্রকাশিত: ০০:০২, ১৯ এপ্রিল ২০২১

বিশ্বনাথে নদী তীর সংরক্ষণ কাজে দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বিশ্বনাথে প্রায় ৩৩ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে চলমান সুরমা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজে চরম অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রকল্পের কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন স্থানীয় এমপি মোকাব্বির খান। বালু-পাথরের সঙ্গে মাটির মিশ্রণে প্রকল্পের ব্লক নির্মাণের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এর সত্যতা পাওয়ায় এবং পূর্বের নিদের্শনা অমান্য করে এলাকার জনপ্রতিনিধিসহ কাউকে কিছু না জানিয়েই প্রায় ৪৪ হাজার ব্লক নদীর তীরে ডাম্পিং করার কারণেই প্রকল্পের কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেন এমপি মোকাব্বির খান। রবিবার অভিযোগের সত্যতা পেয়ে ওই প্রকল্পের সকল কাজ সাময়িক বন্ধ রাখার জন্য পাউবো সিলেটের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে নির্দেশনা দেন।
×