ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাদবরের দাবি টাকা

দুই সন্তানসহ স্বামীহারা গৃহবধূ বাড়ি থেকে বিতাড়িত

প্রকাশিত: ২৩:৫৭, ১৯ এপ্রিল ২০২১

দুই সন্তানসহ স্বামীহারা গৃহবধূ বাড়ি থেকে বিতাড়িত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ স্বামীর মৃত্যুর পর জানাজা শেষে দাফনের পরই শ^শুর-শাশুড়ি ও দুই দেবর নিভা বেগমকে (৩২) দুই মেয়েশিশুসহ কৌশলে বাড়ি থেকে বিতাড়িত করে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। তারপর অমানবিক আচরণ ও ভিলেজ পলিটিক্সের পাকে পড়ে গেল দুই মাসেও নিভা বেগম স্বামীর বাড়ির স্মৃতিময় ঘরে উঠতে পারেননি। ঘরটি তালাবদ্ধ রাখা হয়েছে। এলাকার মেম্বর মাদবর টাকা দাবি করছেন। ইতোমধ্যে স্বামীর সূত্রে পাওয়া সম্পদ বিক্রি করে তাকে বঞ্চিত করা হয়েছে। গহনা বেচে দুই শিশুর দুধের জন্য যে গাভী কিনেছিলেন নিভা বেগম তাও কেড়ে নেয়া হয়েছে। এমন অমানবিক দৃশ্য বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের দোবাড়িয়া গ্রামের। নিভা বেগমের বাপের বাড়ি পারমহাস্থান দীঘলকান্দি। প্রায় পাঁচ বছর আগে বিয়ে হয় বগুড়া সদরের দোবাড়িয়া গ্রামের নূর আলমের সঙ্গে (৪১)। তাদের ঘরে দুই মেয়ে নূরজাহান ও নাদিয়া। বয়স যথাক্রমে সাড়ে তিন বছর ও দেড় বছর। ছোট মেয়ে নাদিয়া অসুস্থ। নূর আলম পেশায় মোটর মেকানিক্স ও পুরাতন মোটরসাইকেল বেচাকেনা করতেন। গেল ১৫ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। ওই দিন জানাজা ও দাফন শেষে ধর্মীয় আনুষ্ঠানিকতার আগেই নিভা বেগমকে দুই মেয়েশিশুসহ বাপের বাড়ি দীঘলকান্দিতে পাঠিয়ে দেয় তার শ্বশুর ওয়াহেদ আলী, শাশুড়ি নুরুন্নাহার দুই দেবর নুরুন্নবী ও রুহুল আমিন। তারপর নেমে আসে অমানবিক পরোক্ষ নির্যাতন। স্বামীর বাড়িতে যেতে চাইলেও বাধা দেয়া হয়। খোঁজ খবরও নেয় না। নিভা বেগম জানতে পারেন তার স্বামীর পুরাতন তিনটি মোটরসাইকেল বিক্রি করে দেয়া হয়েছে। কিছু জমি বন্ধক দেয়া ছিল। সেগুলো ফেরত দিয়ে টাকা নিয়েছে। ব্যবসা বাবদ লোকজনের কাছ থেকে পাওনা ছিল তাও উত্তোলন করা হয়েছে। মেয়েদের দুধ খাওয়ার জন্য একটি গাভী কিনেছিলেন তাও আটকে রাখা হয়েছে। নিভা বেগম বিষয়গুলো জানতে এবং স্বামীর সম্পদের বেচার অর্থ আনতে গেলে শ্বশুরবাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে অপমান করে তাকে তাড়িয়ে দেয়। এরপর নিভা বেগম নালিশ করেন গ্রামের সাবেক মেম্বার কামরুল ইসলাম ও বর্তমান মেম্বার এনামুল হকের কাছে। তারাও সুযোগ বুঝে স্বামীর ঘরে প্রবেশের জন্য অর্থ দাবি করেন। নিভা বেগম জানতে পারেন নূর আলম ১৪ শতাংশ জমি কিনেছিলেন। শ্বশুর-শাশুড়ি ও দুই দেবরের দৃষ্টি পড়েছে ওই জমির ওপর। ভিলেজ পলিটিক্সে যোগ দিয়েছেন বর্তমান ও সাবেক মেম্বার। এই বিষয়ে সাবেক মেম্বার কামরুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানান, একটি সালিশ হয়েছিল। তার কথা পরিষ্কার নয়। রবিবার দুপুরে নিভা বেগম প্রতিকার চেয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন।
×