ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ২৩:৫৪, ১৯ এপ্রিল ২০২১

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীর খালিশপুরে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা লিটন (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। এ সময় আমিন (৩৫) নামে অপর এক যুবক আহত হয়েছেন। শনিবার রাত ১টার দিকে খালিশপুর থানাধীন কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুুলিশ ও স্থানীয়রা জানান, খালিশপুরের বাইতিপাড়া এলাকার বাসিন্দা সোবাহানের ছেলে লিটন। একই এলাকার এক যুবককে চড় মারার জের ধরে শনিবার রাতে লিটনকে প্রতিপক্ষের লোকজন ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। এ সময় সন্ত্রাসীরা লিটন ও তার সঙ্গী আমিনকে মারধর করে এবং এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে রক্তাক্ত অবস্থায় লিটন ও আমিনকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেয়ার পর লিটনের মৃত্যু হয়। আমিন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ জানান, একই এলাকার এক যুবককে চড় মারার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বরিশালে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় পরিকল্পিতভাবে স্ত্রীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মগোপন করেছে পাষ- স্বামী। নিহতের লাশের ময়নাতদন্ত শেষে রবিবার সকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটি বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বিল্লাবাড়ি এলাকার। রবিবার সকালে নিহত সুমি বেগমের (৩০) মা রিনা বেগম অভিযোগ করেন, ২০০৫ সালে সুমির সঙ্গে বিল্লাবাড়ি গ্রামের নয়ন গাজীর সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করে। কয়েক মাস আগে নয়ন গাজী এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে সুমি তার স্বামীকে বাধা দেয়ায় প্রায়ই তাকে (সুমি) মারধর করত নয়ন গাজী। রিনা বেগম বলেন, প্রতিবেশীদের মাধ্যমে আমি জেনেছি শুক্রবার রাতে সুমি ও নয়ন গাজীর মধ্যে তুমুল বাগ্বিত-া হয়। ওই সময় প্রতিবেশীরা মারধর ও চিৎকারের শব্দও শুনেছেন। রিনা বেগমের অভিযোগ, পরকীয়ায় বাধা দেয়ার কারণেই নয়ন গাজী পরিকল্পিতভাবে সুমিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মগোপন করেছে। বিমানবন্দর থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) মাসুদ রানা বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি আত্মগোপন করা নয়ন গাজীকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। সাতক্ষীরায় গৃহবধূ স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, ফেরদৌসি বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে পাটকেলঘাটা থানার মিঠাবাড়ি শেখপাড়া মসজিদ সংলগ্ন ফসলের খেতের পাশে একটি শুকনো ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত ফেরদৌসি বেগম (৪৫) নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি শেখপাড়া গ্রামের চৌকিদার আব্দুস সবুরের দ্বিতীয় স্ত্রী। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, ফেরদৌসি বেগমের প্রথম স্বামী আব্দুল্লাহ বছর তিনেক আগে মারা যান। এরপর তিনি আব্দুস সবুরকে বিয়ে করেন। বিয়ের পর থেকে বর্তমান স্বামী আব্দুস সবুরের প্রথম স্ত্রীর সন্তানদের সঙ্গে ফেরদৌসি বেগমের বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গাজীপুরে কিশোরী গৃহকর্মী স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়কের বাসা থেকে কিশোরী এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রবিবার কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের নাম চন্দনা বর্মণ (১৩)। সে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর (বর্মন পাড়া) গ্রামের মৃত নন্দন বর্মণের মেয়ে। জিএমপি’র কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর কাশিমপুর বাজার এলাকাস্থিত জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সত্য রঞ্জন ধরের বাসার নীচতলায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় চন্দনার ঝুলন্ত লাশ শনিবার রাতে উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় নিহতের নানা ধীরেন্দ্র বাদী হয়ে রবিবার থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। বাবার মৃত্যুর পর প্রায় ৪ বছর ধরে ওই বাসায় পালিত চন্দনা বর্মণ গৃহকর্মীর কাজ করে আসছিল। গত প্রায় ৪ মাস আগে চন্দনার মা মারা যান। এতে মানসিকভাবে ভেঙ্গে পড়ে হতাশায় ভুগছিল চন্দনা। এর জেরে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
×