ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিলবাওকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন বার্সিলোনা

প্রকাশিত: ২৩:৪৩, ১৯ এপ্রিল ২০২১

বিলবাওকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন বার্সিলোনা

জাহিদুল আলম জয় ॥ এরচেয়ে মধুর প্রতিশোধ বুঝি আর হয় না! গত জানুয়ারিতে এ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৩-২ গোলে হেরে স্প্যানিশ সুপার কাপের শিরোপা খুইয়েছিল বার্সিলোনা। মাত্র তিন মাস পর সেই হারের জ্বালা মিটিয়েছে কাতালানরা। এবার স্প্যানিশ কোপা ডেল’রের ফাইনালে বিলবাওকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে আসরের রেকর্ড সর্বোচ্চ ৩১তম শিরোপা জিতেছে বার্সিলোনা। ম্যাচের ৬০ থেকে ৭২- এই ১৩ মিনিটে চার গোল হজম করেই মূলত লন্ডভন্ড হয়ে যায় বিলবাও। ডাচ কোচ রোনাল্ড কোম্যানের অধীনে এটাই বার্সার প্রথম শিরোপা। শনিবার রাতে সেভিয়ার লা কার্তুসা স্টেডিয়ামে কাতালানদের জয়ের নায়ক হল্যান্ডের তারকা মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি জং। ২৩ বছর বয়সী এই যুবা বার্সার প্রথম তিন গোলেই রাখেন অবদান। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬০ মিনিটে ফরাসী ফরোয়ার্ড এ্যান্তোনিও গ্রিজম্যান করেন প্রথম গোল। গোলটি হয় ডি জংয়ের পাসে। তিন মিনিট পর ডি জং নিজেই করেন বার্সার দ্বিতীয় গোল। এই গোলে অবদান রাখেন জর্ডি আলবা। ৬৮ মিনিটে লিওনেল মেসি নিজের প্রথম ও দলের তিন নম্বর গোলটি করেন জংয়ের পাসে। ৭২ মিনিটে দলীয় অধিনায়ক মেসি নিজের দ্বিতীয় ও দলের চার নম্বর গোলটি করেন আলবার পাস থেকে। ম্যাচশেষে বিভিন্ন সংবাদমাধ্যমে মেসিকে নিয়ে মাতামাতি হলেও পরিসংখ্যান বলে দিচ্ছে বার্সার জয়ের আসল নায়ক ডি জং। ডাচ তারকা দলের প্রথম তিনটি গোলেই অবদান রাখেন। মূলত তখনই বার্সার জয় নিশ্চিত হয়ে যায়। অন্যদিকে মেসি দলের শেষ দু’টি গোল করেছেন যখন বার্সার জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। এরপরও ম্যাচে দু’টি ব্যক্তিগত রেকর্ড গড়েছেন রেকর্ড সর্বোচ্চ ছয়বারের ফিফাসেরা তারকা মেসি। দুই গোল করার পর কোপা ডেল’রের ফাইনালে বার্সা অধিনায়কের মোট গোল হয়েছে ১০টি। এর ফলে টুর্নামেন্টের ফাইনালের ইতিহাসে টেলমো জারাকে ছাড়িয়ে এখন মেসিই সর্বোচ্চ গোলদাতা। এছাড়া চলতি মৌসুমে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩১টি। এর ফলে ২০০৮-০৯ মৌসুম থেকে টানা ১৩ আসরে ৩০ বা এর বেশি গোলের রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। এর আগে টানা ১২ মৌসুম ৩০-এর অধিক গোল করেছিলেন জার্মানির গার্ড মুলার। দীর্ঘদিন পর শিরোপা জয়ের কারণে বার্সা তাঁবুতে চলছে আনন্দের ফল্গুধারা। সঙ্গত কারণে মধ্যমণি মেসি। মেসিও নিজের অধিনায়কত্বে ট্রফি জিততে পেরে ভীষণ খুশি। চ্যাম্পিয়ন হওয়ার পর সাক্ষাতকারে বার্সা ডায়মন্ড বলেন, দিনটা খুব আনন্দের। এমন একটা দলের অধিনায়ক হতে পারা সবসময়ই বিশেষ অনুভূতি। যেখানে আমি সারাজীবন ধরে খেলছি। এই শিরোপাও বিশেষ। কারণ অনেক তরুণ খেলোয়াড়কে নিয়ে আমরা একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছি। দলটা বেড়ে উঠছে এবং লা লিগার জন্য লড়ছে। শিরোপা জিতে অনেক বেশি খুশি হলেও দর্শকদের সামনে এটি উদযাপন করতে না পারায় আক্ষেপও আছে এলএম টেনের। এ প্রসঙ্গে মেসি বলেন, ভক্তদের সামনে ট্রফি জয় উদযাপন করতে পারছি না ব্যাপারটা কষ্টের। কিছু করার নেই, এখন এভাবেই চলতে হবে আমাদের। খুবই হতাশার বিষয় এটা। অন্যদিকে বার্সিলোনা কোচ রোনাল্ড কোম্যান বলেন, শিরোপা জয় আমার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। ক্লাবের বিভিন্ন পরিবর্তন সত্ত্বেও তরুণদের নিয়ে বার্সা সবসময় শিরোপার জন্য লড়াই চালিয়ে গেছে। এটাই আমাদের এবারের মৌসুমের প্রথম শিরোপা। এখন আমরা লা লিগার শেষ ম্যাচ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। গত বছর করোনাভাইরাসের কারণে বাতিল হয়ে যাওয়া কোপা ডেল’রে ফাইনালটি দুই সপ্তাহ আগে এ মাঠেই অনুষ্ঠিত হয়। রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হেরে তখনও হতাশ হতে হয় বিলবাওকে। একই আসরে টানা দুইবার ফাইনালে হারের ব্যথাটা ভালই পেয়েছেন এ্যাথলেটিক বিলবাওয়ের কোচ মার্সেলিনো গার্সিয়া টোরাল। তিনি বলেন, দুই ফাইনালেই আমরা নিজেদের মেলে ধরতে পারিনি। বিশেষ করে এই ফাইনালে আমরা মোটেও নিজেদের মতো করে খেলতে পারিনি।
×