ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও পুঁজিবাজারে সূচক বাড়ল

প্রকাশিত: ২৩:২৯, ১৯ এপ্রিল ২০২১

কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও পুঁজিবাজারে সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ কঠোর লকডাউনের মধ্যে দ্বিতীয় দিনেও সূচকের উত্থানের মধ্য দিয়েও দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। বেক্সিমকো ও আর্থিক খাতের কোম্পানির চাহিদা বৃদ্ধির দিনে সূচকের পাশাপাশি লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৬০২ কোটি টাকা। যা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২৯ মার্চ ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৩৪ কোটি ৬৮ লাখ টাকা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আপাতত পুঁজিবাজার নিয়ে নানা শঙ্কা ও গুজবের অবসান হয়েছে। ফলে সবাই এখন পুঁজিবাজারে মনোযোগ দিচ্ছে। তাতে মোবাইল এ্যাপসে লেনদেন বেড়েছে। পাশাপাশি মোবাইল ফোনে ট্রেডারদের সঙ্গে কথা বলে লেনদেন করছেন অনেক বিনিয়োগকারী। রবিবার আর্থিক খাতে তালিকাভুক্ত ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭টির, কমেছে ২টির, আর অপরিবর্তিত রয়েছে ২টির। এছাড়া লেনদেন হয়নি দুটি প্রতিষ্ঠানের। এছাড়া বীমা এবং ওষুধ ও রসায়ন খাতে মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে সকাল ১০টায় সূচকের উর্ধমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হয়। তবে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে সেই দৃশ্য পাল্টে যায়। শুরু হয় শেয়ার বিক্রির চাপ, তাতে সূচকের ওঠানামাও শুরু হয়। এই অবস্থা ছিল বেলা সাড়ে ১১টা পর্যন্ত। তবে আর্থিক খাতের শেয়ারের দাম বাড়াকে কেন্দ্র করে দিনের শেষ ঘণ্টা লেনদেন হয় সূচকের উর্ধমুখী প্রবণতায়। দিন শেষে ডিএসইর প্রধান সূচক আগেরদিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক বেড়েছে ১৩ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক বেড়েছে ২ পয়েন্ট। ডিএসইতে লেনদেন হয়েছে ৬০২ কোটি ৭৬ লাখ ৯১ হাজার টাকা। আগেরদিন লেনদেন হয়েছিল ৫৫৬ কোটি ৪২ লাখ ১২ হাজার টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ১৬৫টির, আর অপরিবর্তিত রয়েছে ৮০টি কোম্পানির শেয়ারের।
×