ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সেবা গ্রহণের সুযোগ বৃদ্ধি

প্রকাশিত: ২৩:২৬, ১৯ এপ্রিল ২০২১

সেবা গ্রহণের সুযোগ বৃদ্ধি

স্টাফ রিপোর্টার ॥ সাময়িক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে যাবতীয় সেবা গ্রহণের সুযোগ বাড়ল। যেসব সাময়িক জাতীয় এনআইডির মেয়াদ দুই বছর ছিল সেগুলোর মেয়াদ ইস্যুর তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য বর্ধিত করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন গণবিজ্ঞপ্তি জারি করেছে বলে জানা গেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সব সেবাদানকারী প্রতিষ্ঠান সেবা গ্রহীতার কার্ড এনআইডি সিস্টেম থেকে চেক করে প্রয়োজনীয় সেবা দিতে পারবে। মেয়াদের কারণে সেবাগ্রহীতাকে কোন সেবা প্রদান থেকে বঞ্চিত না করার জন্য অনুরোধ করেছে কমিশন। তবে যদি কোন ভোটারের অনলাইন সেবা পেতে সমস্যা হয়, তবে টোল ফি হেল্পলাইনে (১০৫) কল দিয়ে বিস্তারিত জানতে পারবেন।
×