ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় দুটি মোটর বাইকের সংঘর্ঘে প্রাণ গেল চালকের

প্রকাশিত: ২২:৫৩, ১৯ এপ্রিল ২০২১

খুলনায় দুটি মোটর বাইকের সংঘর্ঘে প্রাণ গেল চালকের

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার ফুলতলায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ঘে সৈয়দ হাবিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা দামোদর প্রাইমারী স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি খালিশপুর নেভি কলোনি এলাকার মৃত সৈয়দ মোকছেদুর রহমানের পুত্র ও যশোর সেফটি টার্নিং পেট্রোলিয়াম লিমিটেড কোম্পানির সুপারভাইজার বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দ হাবিবুর রহমান তার মোটরসাইকেলযোগে (খুলনা-মেট্রো-হ-১৩-৬৯০৪) হেলমেটবিহীন অবস্থায় রবিবার যশোর অভিমুখে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে দামোদর প্রাইমারী স্কুল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাবিবুর রহমান রাস্তার উপর ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর জখম হয়। দ্রুত তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাইওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। চট্টগ্রামে লরির ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃতু ॥ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস জানায়, রবিবার দুপুরে লরির ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। তার নাম ইফতেখারুল আলম (৪৫)। দুপুর ১টার দিকে বন্দর থানাধীন নতুন বাইপাস টোলরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ইফতেখারকে হাসপাতালে নেয়ার পর সেখানে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকানার লরির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ ইফতেখার পড়ে যায়। তার গলায় সিএ্যান্ডএফএর পরিচয়পত্র ছিল। আহত হওয়ার পর তাকে বন্দর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে নেয়া হয় চমেক হাসপাতালে। দুর্ঘটনার পর লরির চালক এবং হেলপার পালিয়ে যায়। পুলিশ জানায়, লরিটি জব্দ করা হয়েছে। বরিশালে ট্রাক চাপায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত ॥ স্টাফ রিপোর্টার, বরিশাল জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের মেট্রোপলিটন বিমানবন্দর থানার কাশিপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বেপরোয়া গতির ট্রাক চাপায় ঘটনাস্থলেই এক প্রতিবন্ধী ভিক্ষুক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ট্রাক চালককে গ্রেফতার করেছে। বিমানবন্দর থানার এসআই রাহানুর রহমান জানান, রবিবার দুপুরে ভিক্ষুক আব্দুল মালেক স্কুল সংলগ্ন সড়ক থেকে বের হচ্ছিলেন। এসময় দ্রুতগতির ইটবোঝাই ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হন।
×