ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দু’টি পিসিআর মেশিনসহ গবেষণা সরঞ্জাম পেল জবি

প্রকাশিত: ২২:৫২, ১৯ এপ্রিল ২০২১

দু’টি পিসিআর মেশিনসহ গবেষণা সরঞ্জাম পেল জবি

জবি সংবাদদাতা ॥ দু’টি পিসিআর মেশিনসহ প্রায় ৩ কোটি টাকার গবেষণা সরঞ্জামাদি পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। রবিবার (১৮ এপ্রিল) এসব যন্ত্রপাতি বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল। তিনি বলেন, গতবছর ইন্সট্্রুমেন্টাল একসেস এ্যাওয়ার্ড ২০২০ বিশ্বের ১০টি দেশের মোট ১৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দক্ষিণ এশিয়া তথা এশিয়া মহাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই এ্যাওয়ার্ড অর্জন করে। এ্যাওয়ার্ড ঘোষণার প্রায় ১১ মাস পর সকালে আমেরিকার বোস্টোন থেকে এসব ল্যাব সামগ্রী ক্যাম্পাসে এসে পৌঁছেছে। জবি (দায়িত্বপ্রাপ্ত) উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ কাছে গবেষণা সরঞ্জামাদি পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যে কোন বিশ্ববিদ্যালয়ের সুনামের মানদন্ড হচ্ছে গবেষণা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই সরঞ্জাম প্রাপ্তি উন্নতমানের এবং সময়োপযোগী গবেষণার ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করবে।
×