ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনার দ্বিতীয় ঢেউও পরাজিত করতে সক্ষম ভারত ॥ মোদি

প্রকাশিত: ২২:৫১, ১৯ এপ্রিল ২০২১

করোনার দ্বিতীয় ঢেউও পরাজিত করতে সক্ষম ভারত ॥ মোদি

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনা মহামারীর প্রথম ঢেউয়ের মতো দ্বিতীয় ঢেউকেও ভারত পরাজিত করতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ভারতের করোনা পরিস্থিতি ও টিকাদান কর্মসূচী নিয়ে আয়োজিত এক পর্যালোচনা বৈঠকে তিনি এ মন্তব্য করেন। শনিবার কেন্দ্রীয় সরকারের কয়েকটি দফতরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা মহামারীতে বিপর্যস্ত ভারতের সর্বশেষ পরিস্থিতি আলোচনা করেন মোদি। খবর এনডিটিভি অনলাইনের। সেখানে তিনি বলেন, ‘গত বছর ঐক্যবদ্ধভাবে করোনাভাইরাসকে পরাজিত করেছিলাম আমরা। এবার আবারও সেটাই করবে ভারত। টানা ৩ দিন ধরে ভারতে ২ লাখেরও বেশি নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে শনিবারের বৈঠকে আশ্বাসের সুর শুনিয়েছেন মোদি। তার মতে কঠোরভাবে করোনার বিধিনিষেধ পালনের মাধ্যমে মহামারীকে প্রতিরোধ করা সম্ভব। সংক্রমণের রাশ টেনে ধরতে করোনা শনাক্তকরণ পরীক্ষা, সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা অন্যদের খুঁজে বের করা এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানের ওপরও জোর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। মোদি বলেন, ‘কোভিড পরীক্ষা, সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা অন্যদের সন্ধান এবং তাদের চিকিৎসা সেবা দেয়ার কোন বিকল্প নেই।’
×