ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশিত: ২১:৫৩, ১৮ এপ্রিল ২০২১

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ছনখোলা গ্রামের পার্শ্ববর্তী খোয়াই নদীর ইজারা বহির্ভূত স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়েছে। রোববার রাত ৮টায় এসব তথ্য জানালেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। এর আগে দুপুরে তার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানার একদল পুলিশ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল বলেন, ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত আছে।
×