ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মামুনুল হককে গ্রেফতারে হাটহাজারীতে হেফাজতের কোন প্রতিক্রিয়া নেই

প্রকাশিত: ১৮:১০, ১৮ এপ্রিল ২০২১

মামুনুল হককে গ্রেফতারে হাটহাজারীতে হেফাজতের কোন প্রতিক্রিয়া নেই

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পর তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে নেয়া হয়। পুলিশ জানায়,ঢাকার বিভিন্ন থানায় অনেক মামলা রয়েছে। হেফাজতের এই কেন্দ্রীয় নেতা মামুনুলকে গ্রেফতার করা হলেও হেফাজতের কেল্লা হিসাবে পরিচিত দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় এ বিষয়ে কোন তৎপরতা চোখে পড়েনি। অপরদিকে,মাহে রমজান ও বৈশ্বিক মহামারী কোভিড-১৯, করোনার প্রভাব ঠেকাতে সরকারী ভাবে দেশের কওমী মাদ্রাসাগুলো বন্ধ ঘোষিত করার কারণে এমনিতেই হাটহাজারী মাদ্রাসায় শিক্ষার্থীদের সংখ্যা অপ্রতুল। তাছাড়া, দেশের বিভিন অঞ্চল থেকে উক্ত মাদ্রাসায় লেখাপড়া করতে আসা শত শত ছাত্র রাজনীতির সাথে জড়িত হতে আগ্রহী নয়। সাম্প্রতিক সময়ে এ মাদ্রাসার আবাসিক ছাত্রদেরকে খাবার ও সুযোগ সুবিধা বন্ধ করে দেয়ার হুমকি দিয়ে হেফাজতের বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহণ করতে বাধ্য করার অভিযোগ উঠেছে। তবে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে গ্রেফতারের খবর হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের আমীর আল্লামা বাবুনগরীর " আবাসিক দপ্তরে" পৌঁছলেও সাংগঠনিক কোন তৎপরতা চোখে পড়েনি। ঐ সময় মাদ্রাসা ক্যাম্পাস ছিল সুনসান নিরবতা। এদিকে, হাটহাজারীর সাবিক পরিস্থিতি কেমন জানতে চাইলে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাহাদাত হোসেন জনকন্ঠকে জানান, পরিস্থিতি খুবই শান্ত ; তাদের কোন তৎপরতা দেখছিনা। গেল ২৬ মার্চের ঘটনায় ৬ টি দায়ের কৃত মামলায় এ যাবৎ প্রায় ২৩/২৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে উল্লেখ করেন পুলিশের এ কর্মকর্তা। অপরদিকে, ২৬ মার্চে জুমার নামাজের পর হেফাজতের উচ্ছৃঙ্খল কর্মীরা ভূমি অফিসে অগ্নিসংযোগ, সহকারী কমিশনারের (ভূমি) সরকারী গাড়ি জ্বালিয়ে দেয়া,আসবাব পত্র ভাংচুর, নথিতপত্র তছনছ, ডাক বাংলোতে হামলা এবং শেষতক থানায় হামলা চালাতে গিয়ে পুলিশের গুলিতে ঐ মাদ্রাসার ৩ ছাত্র সহ ৪ জন নিহত হয় এবং আহত হয় অর্ধশতাধিক। এরপর থেকে প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষার্থে এখনো হাটহাজারী সদরে বিপুল সংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
×