ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে আগুনে বেকারি ভষ্ম, কর্মচারী নিহত

প্রকাশিত: ১৭:৪১, ১৮ এপ্রিল ২০২১

বাগেরহাটে আগুনে বেকারি ভষ্ম, কর্মচারী নিহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট পৌর শহরের পিয়াজ পট্টি এলাকায় একটি বেকারিতে ভয়াবহ অগ্নিকান্ডে আজিম সেখ(১৮) নামে এক কর্মচারী নিহত হয়েছেন। শনিবার রাতে রমেশ সাহার সুমন বেকারিতে এ অগ্নিকান্ডের ঘটনায় কারখানাটি ভষ্ম হয়ে যায়। আগুন নেভানোর পর বেকারির ভেতর থেকে আজিমের দগ্ধলাশ পুলিশ উদ্ধার করে। সে কারখানার ভেতর ঘুমিয়ে ছিল। নিহত আজিম বাগেরহাট সদর উপজেলার বেমরতার কোন্ডলা গ্রামের এমদাদ সর্দারেরর ছেলে। রবিবার দুপুরে সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে। রাতেই পৌর মেয়র খান হাবিবুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মোচ্ছাবেরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাগেরহাট ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান সিরাজ বলেন, কারখানার দোতলার টিনশেডের ওই ঘরে বিপুল পরিমাণ তুষকাঠ ও কাঠের গুঁড়ি রাখা ছিল। সব পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ওই জ্বালানি রাখার ঘরে একটি বৈদ্যুতিক মটর রয়েছে। ওই মটরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সরুপথ এবং কারখানাটির আশপাশে পানির সহজ কোনো উৎস না থাকায় আগুন নেভাতে খুব বেগ পেতে হয়েছে।’ স্থানীয় ব্যবসায়ীরা সমৃদ্ধ এ বাজারের স্বার্থে পানির আন্ডার গ্রাউন্ড রিজার্ভার তৈরী করার দাবী জানিয়েছেন।
×