ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিশু শিক্ষার্থীকে মারধর : অধ্যক্ষকে জামিন দেননি হাইকোর্ট

প্রকাশিত: ১৭:২৩, ১৮ এপ্রিল ২০২১

শিশু শিক্ষার্থীকে মারধর : অধ্যক্ষকে জামিন দেননি হাইকোর্ট

স্টাফ রিপোর্টার॥ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার এক মাদরাসার শিশু শিক্ষার্থীকে মারধরের ঘটনায় করা মামলায় ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুর রশিদ মোহাম্মদ ইউসুফকে জামিন দেননি হাইকোর্ট। রবিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ মাদরাসা অধ্যক্ষের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। আদালতে আসামির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাইনুল হাসান। মামলার বিবরণে জানা যায়, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকায় প্রতিষ্ঠিত আত-তামরীন ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন মাদরাসায় একজন শিক্ষক দ্বারা বিভিন্ন সময়ে যৌন নির্যাতনের শিকার হয় ১০ বছরের এক শিশু শিক্ষার্থী। এ নিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে বিচার দেওয়া হয় অধ্যক্ষের কাছে। অধ্যক্ষ ভবিষ্যতে এধরনের ঘটনা আর ঘটবে না বলে আশ্বস্ত করেন। তদন্ত করে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। বিবরণে বলা আরও হয়, পরে ওই অধ্যক্ষ শিশুটিকে ডেকে নিয়ে বেদম পেটান। মাদরাসার সুনাম নষ্ট করার অভিযোগে তাকে মারধর করা হয়। বিষয়টি জানার পর শিশুর মা ও আত্মীয়স্বজন পুলিশের মাধ্যমে শিশুকে মাদরাসা থেকে উদ্ধার করে। এসময় অধ্যক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষককে গত ১ মার্চ গ্রেফতার করে। এ ঘটনায় পরদিন ওই শিশুর মা থানায় মামলা করেন। এ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন মাদরাসার অধ্যক্ষ।
×