ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কার্ড জালিয়াতি : মোহন শিকদারের জামিন স্থগিত

প্রকাশিত: ১৬:০০, ১৮ এপ্রিল ২০২১

কার্ড জালিয়াতি : মোহন শিকদারের জামিন স্থগিত

স্টাফ রিপোর্টার॥ ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মোহন শিকদারকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত রেখেছেন আপিল বিভাগ। রবিবার ) হাইকোর্টের জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৫ জুন ওই জালিয়াত চক্রের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। পরদিন ৬ জুন এক যৌথ অভিযানে ঢাকা ও ফরিদপুরের ভাঙ্গা থেকে সাড়ে ১৪ লাখ টাকা ও প্রতারণার সরঞ্জামসহ কয়েকজনকে আটক করেন র‌্যাব-৮ ও র‌্যাব-২ এর সদস্যরা।আসামিরা হলেন- নাজমুল জমাদ্দার (১৯), হাসান মীর (১৮), ইব্রাহিম মীর (১৮), তৌহিদ হাওলাদার (২৩), মোহন শিকদার (৩০), পারভেজ মীর (১৮), সোহেল মোল্লা (২৬), দেলোয়ার হোসেন (৩৫) ও সৈয়দ হাওলাদার (২০)।
×