ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাইবান্ধায় শহর রক্ষা বাঁধের উপর দিয়ে নির্দেশনা অমান্য করে চলছে যানবাহন

প্রকাশিত: ১৫:৫৫, ১৮ এপ্রিল ২০২১

গাইবান্ধায় শহর রক্ষা বাঁধের উপর দিয়ে নির্দেশনা অমান্য করে চলছে যানবাহন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধায় লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়ায় বিপাকে পড়েছে শ্রমজীবী-নিম্ন আয়ের মানুষ। লকডাউনে যান চলাচলে নির্দেশনা অমান্য করে ডেভিড কোম্পানীপাড়ার শহর রক্ষা বাঁধের উপর দিয়ে অবাধে চলছে সবধরণের যানবাহন। এতে ঝুঁকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং ওই এলাকার মানুষ। এদিকে শহরে লকডাউন কার্যকরে পুলিশ এবং ভ্রাম্যমান আদালতের ব্যাপক তৎপরতা অব্যাহত রয়েছে। কিন্তু তাতেও জনসচেতনতা বাড়ছে না। এদিকে মানুষের মাঝে লকডাউন মেনে চলার প্রবণতা কমে গেছে। লকডাউনের পঞ্চম দিনে আরও বেহাল অবস্থা। শহর ও গ্রামাঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ছিল। এছাড়া রাস্তায় দেদারছে চলছে মটর সাইকেল, অটোবাইক ও সিএনজি চালিত অটোরিক্সা। উল্লেখ্য, গাইবান্ধায় লকডাউন অমান্য করে ঘাঘট নতুন ব্রীজের পশ্চিমের শহর রক্ষা বাঁধের উপর দিয়ে, ডেভিড কোম্পানীপাড়ার আবাসিক এলাকার রাস্তা হয়ে দাসবেকারির মোড় দিয়ে শহরে প্রবেশ করছে সবধরণের যানবাহন। ব্যাটারিচালিত অটোবাইক, অটোরিক্সা, মটর সাইকেল, ট্রাক্টর, মিনি ট্রাক, পিকআপসহ সকল প্রকার যানবাহন অবাধে চলাচল করছে। এতে একদিকে যেমন হুমকির মুখে পড়েছে শহর রক্ষা বন্যা নিয়ন্ত্রন বাঁধটি মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে। অন্যদিকে তেমনি ডেভিডকোম্পানীপাড়ার আবাসিক এলাকার সংকীর্ণ রাস্তা দিয়ে অনবরত যানবাহন চলাচল করার ফলে ঘনবসতিপূর্ণ ওই এলাকার জনজীবন চরম দুর্ভোগ এবং ঝুঁকির কবলে পড়েছে। অথচ এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করছে না। গাইবান্ধা জেলা শহরে ভ্রাম্যমান আদালত ও পুলিশের তৎপরতা অব্যাহত থাকলেও জেলা শহরের ১নং ট্রাফিক মোড়, সান্দারপট্টি, মধ্যপাড়া রোড, স্টেশন রোড, বড় মসজিদ মোড়, গাইবান্ধা স্টেশন রোড কাচারী বাজার সংলগ্ন ব্রীজ রোডের পুরাতন ও নতুন ব্রীজ সংলগ্ন মোড়, সার্কুলার রোড, ডিবি রোড, বাস-টার্মিনাল, খন্দকার মোড়সহ বিভিন্ন এলাকায় দোকানপাট খুলে ব্যবসা-বাণিজ্য চালানো হচ্ছে। এছাড়া মটর সাইকেল, অটোবাইক ও সিএনজি চালিত অটোরিক্সা চলাচল বৃদ্ধি পেয়েছে।
×