ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধার করোনায় কোথাও বৈশাখী মেলা হচ্ছে না

প্রকাশিত: ১৫:৫৫, ১৮ এপ্রিল ২০২১

গাইবান্ধার করোনায় কোথাও বৈশাখী মেলা হচ্ছে না

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলায় বৈশাখ মাসব্যাপী হিন্দু সমপ্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ও পূজা-পার্বন উপলক্ষে কোথাও কোন গ্রাম্য মেলা হচ্ছে না। জেলা পূজা উদযাপন পরিষদ সুত্রে জানা গেছে, প্রতি বছর বৈশাখ মাসে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভরতখালি জয়কালী মন্দির, গোবিন্দগঞ্জের রাজা বিরাটে গোবিন্দ মন্দির, সাদুল্যাপুর উপজেলার ধারাই গ্রামের শ্রী শ্রী মঙ্গলচন্ডি মন্দির, সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের ঠাকুরবাড়ি মন্দিরে মাসব্যাপী পূজা ও মেলা অনুষ্ঠিত হয়। কিন্তু' বিশ্বব্যাপী মরণব্যাধি করোনা ভাইরাসের মরণ ছোঁবল থেকে রক্ষার জন্য বিধিনিষেধ থাকায় এবং লকডাউনের কারণে এ বছর গাইবান্ধা জেলার কোথাও এসব গ্রামীণ বৈশাখী মেলা হচ্ছে না। জানা গেছে, ঐতিহ্যবাহী ভরতখালি জয়কালী মন্দিরে বৈশাখ মাস জুড়ে শনি ও মঙ্গলবারে কাষ্ঠকালী পূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে অনুষ্ঠিত মেলায় হাজার হাজার নারী-পুরুষের সমাগম ঘটে। কিন্তু এ বছর কোন মেলা বসানো হচ্ছে না। তবে মন্দিরে ধর্মীয় অনুশাসন মেনে স্বাস্থ্যবিধি মেনে যথারীতি নিত্য পূজা অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য যে, এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ফালগুন-চৈত্র মাসে গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বান্নি মেলা, গঙ্গাস্নান, অষ্টমীস্নানসহ বিভিন্ন পূজা উপলক্ষে কোনো মেলা বা জনসমাবেশ অনুষ্ঠিত হয়নি।
×