ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে সাড়ে ৫শ’ কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১৩:৪৭, ১৮ এপ্রিল ২০২১

চাঁদপুরে সাড়ে ৫শ’ কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর ॥ করোনার উচ্চ ঝুঁকিতে চাঁদপুর জেলা। দুই দফা লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অটোরিকশা চালক ও বেদে সম্প্রদায়সহ সাড়ে ৫শ’ লোকের মাঝে ৫ কেজি করে চাল (ত্রাণ) বিতরণ করেছে জেলা প্রশাসন। আজ বেলা ১১টায় চাঁদপুর স্টেডিয়াম মাঠে সামিজক দূরুত্ব বজায় রেখে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন এদেশের একটি মানুষও না খেয়ে থাকবে না। এটি আমাদের প্রধানমন্ত্রীর অঙ্গীকার। আমাদের চাঁদপুরে লকডাউন চলছে। এ কারণে কিছু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তারা অনেক কষ্টে আছেন। তাদের কথা বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রতিজনকে ৫ কেজি করে চাল দিয়েছি। ত্রান বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক ও এ.আর.এম জাহিদ হাসান, চাঁদপুর জেলা ট্রাফিক পুলিশের পুলিশ পরিদর্শক (টিআই) জহিরুল ইসলাম ভুঁইয়া এ সময় উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও সু-শৃঙ্খলভাবে পরিচানলা করেন জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যবৃন্দ।
×