ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে অপহরণ ও চাঁদাবাজীর অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১২:৫৮, ১৮ এপ্রিল ২০২১

টঙ্গীতে অপহরণ ও চাঁদাবাজীর অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ টঙ্গীর বড়দেওড়া এলাকা থেকে মুক্তিপণ আদায়ে অপহরণ ও চাঁদাবাজীর অভিযোগে নাদিম হায়দার নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। থানার ওসি শাহ্ আলম জনকণ্ঠকে জানান, মাসুদা নামের এক রাজ মিস্ত্রীর স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে নাদিম হায়দারকে গ্রেফতার করা হয়েছে। ১৪ এপ্রিল জলিল নামে এক রাজমিস্ত্রী টঙ্গী বড়দেওড়া মন্ডল মার্কেট থেকে অপহৃত হয়। পরে তার কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে নাদিম হায়দার গ্রুপ। নাদিম হায়দার এলাকায় অপকর্ম করে বেড়াতো। নীরব চাঁদাবাজীতে জনজীবন ছিল অতিষ্ঠ। অপহরণ থেকে জলিল ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসলে তার স্ত্রী থানায় মামলা দায়ের করে। এদিকে চাঁদাবাজী ও মুক্তিপণ আদায়ে অপহরণের ঘটনাটি সাজানো নাটক বলে নাদিম হায়দারের পরিবার স্হানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন। মামলা দায়েরের আগে অপহৃত হওয়া আবদুল জলিল স্হানীয় সাংবাদিকদের জানান, গত ১৪ এপ্রিল মামুনের বাসায় দেখা করে সাইডে কাজে যাবার পথে বালুর মাঠে একটি মোটরসাইকেলে দুইজন লোক এসে বলে, মামুন স্যার বলেছে অন্য একটা কাজের সাইডে যেতে। আমি তাদের কথায় মোটরসাইকেলে উঠে বসি। এক পর্যায় তারা আমাকে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে হাত, পা বেধে আমার কাছে ৫ লাখ টাকা মুক্তিপন দাবি করে। এ সময় তাদের হাতে থাকা চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে কুচি-কুচি করে কেটে মেরে ফেলার ভয়ও দেখায়। এক পর্যায় অপহরণকারীরা আমাকে ঢাকা বিমানবন্দর এলাকায় হাত, পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। পথচারীরা আমার বাঁধন খুলে দিলে আমি পায়ে হেঁটে বাড়ি ফিরি।
×