ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

প্রিন্স ফিলিপ চিরনিদ্রায় শায়িত

প্রকাশিত: ০১:৫০, ১৮ এপ্রিল ২০২১

প্রিন্স ফিলিপ চিরনিদ্রায় শায়িত

জনকণ্ঠ ডেস্ক ॥ ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে চিরনিদ্রায় শায়িত হলেন। শেষকৃত্য অনুষ্ঠানে প্রিন্স ফিলিপের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উইন্ডসরের ডিন। শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত সবাই কোভিড-১৯ নিয়মানুযায়ী মাস্ক পরে আসেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান করেন। আর রানী একাকী বসে ছিলেন। ডিউকের সন্তানরা শবযাত্রায় কফিনের পেছন পেছন হেঁটে যান। এর আগে দেশব্যাপী এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রিন্স ফিলিপের শেষকৃত্য অনুষ্ঠানে সশস্ত্রবাহিনীর ৭৩০ জনের বেশি সদস্য অংশ নেন। তবে করোনাভাইরাসের কারণে রাজপরিবারের মাত্র ৩০ সদস্যকে সেন্ট জর্জ চ্যাপেলের ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হয়। প্রিন্স ফিলিপ গত ৯ এপ্রিল শুক্রবার ৯৯ বছর বয়সে উইন্সর ক্যাসেলে মৃত্যুবরণ করেন। প্রিন্স ফিলিপের মরদেহ একটি কফিনে করে ল্যান্ড রোভার গাড়িতে সেন্ট জর্জ চ্যাপেলে নিয়ে যাওয়া হয়। প্রিন্স ফিলিপের শবযাত্রা অনুষ্ঠানের নেতৃত্বে ছিল ব্যান্ড অব দ্য গ্রেনেডার গার্ডস, মেজর জেনারেল পার্টি ও মিলিটারি সার্ভিস চীফস। প্রিন্স ফিলিপের শববাহী গাড়ির পেছনে সামনের সারিতে ছিলেন প্রিন্সেস এ্যানি ও প্রিন্স চার্লস। এর পরের সারিতে ছিলেন প্রিন্স এডওয়ার্ড ও প্রিন্স এন্ড্রু। আর পিটার ফিলিপসের দুই পাশে ছিলেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। এছাড়া ভাইস এ্যাডমিরাল স্যার টিমোথি লরেন্স ও আর্ল অব স্নোডনও কফিনের পেছন পেছন হাঁটেন। খবর বিবিসি ও গার্ডিয়ানের। শেষকৃত্য অনুষ্ঠান পরিচালনা করেন উইন্ডসর ডিন, আর ক্যান্টারবুরির আর্চবিশপ মঙ্গল কামনায় প্রার্থনা করেন। ডিন প্রিন্স ফিলিপের ‘দয়া, রসবোধ ও মানবিকতার’ প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
×