ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিষয় ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মিহির রঞ্জন তালুকদার

উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি

প্রকাশিত: ০১:৩৮, ১৮ এপ্রিল ২০২১

উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি

কম্পিউটার ইঞ্জিনিয়ার ও প্রভাষক বালাগঞ্জ ডিগ্রি কলেজ, সিলেট সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ: তোমরা নিশ্চই জান বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। টেকনিক্যাল বিষয় বিদায় এটি সবার কাছেই একটু কঠিন মনে হয়। কিন্তু নিয়মিত চর্চা করলে এটি মোটেই কঠিন থাকবে না। ধারাবাহিক আলোচনায় আজ দ্বিতীয় অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। (পূর্ববর্তী প্রকাশের পর) ৪১. ও টেরাবাইট সমান কত গিগাবাইট? ক. 256 খ. 512 গ. 1012 ঘ. 1024 ৪২. Wi-Fi এবং Wi-Max এর মধ্যে পার্থক্য হচ্ছে- i. নেটওয়ার্কের সীমানায় ii. ডেটা ট্রান্সমিশনে iii. ডেটা ট্রান্সমিশন মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৪৩. কোনটি Network Topology? ক. LAN খ. BUS গ. MAN ঘ. WAN ৪৪.তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো- i. CCTV ii. Scanner iii. Mobile Phone নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৪৫.দূরবর্তী দুই ও ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য আদান-প্রদানের আধুনিকতম প্রযুক্তি কোনটি? ক. পোস্ট অফিস খ. টেলিগ্রাম গ. টেলিফোন ঘ. ই-মেইল ৪৬.চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তির সকল বাস্তবায়ন হলো- i. Wixmax ii. 3GPP LTE iii. ওয়াই-ফাই নিচের কোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. ii ঘ. iii ৪৭. ব্রাউজিং সফটওয়্যার হলো- i. Mozilla Firefox ii. Internet Explorer iii. HTML নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৪৮. ফাইবার অপটিক্যালের সুবিধা কোনটি? ক. ডেটার গতি ১গনঢ়ং খ. পরিবেশের প্রভাবমুক্ত গ. সহজে স্থাপনযোগ্য ঘ. রক্ষণাবেক্ষণ খরচ কম ৪৯.কম্পিউটার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি? ক. ঝরসঢ়ষবী খ. ঐধষভ উঁঢ়ষবী গ. ঋঁষষ উঁঢ়ষবী ঘ. গঁষঃরঢ়ষবী ৫০. ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করতে পারে? ক. ৫ থেকে ৫০ মি খ. ৫ থেকে ১০০ মি গ. ১০ থেকে ৫০ মি ঘ. ১০ থেকে ১০০ মি নিচের উদ্দীপকটি পড় এবং ৫১ ও ৫২নং প্রশ্নের উত্তর দাও : শুধুমাত্র তার দিয়ে ১০টি কম্পিউটার নিয়ে একটি ল্যাবে নেটওয়ার্ক তৈরি করা হলো। একদিন একটি কম্পিউটার নষ্ট হওয়ায় সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায়। উত্তরপত্র: ৪১- ঘ , ৪২- ক, ৪৩- খ, ৪৪-ঘ, ৪৫- ঘ , ৪৬- ক, ৪৭- ক, ৪৮- খ, ৪৯- ক, ৫০- ঘ।
×