ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ৩০ লাখ ছাড়াল ॥ জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ০০:৩২, ১৮ এপ্রিল ২০২১

করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ৩০ লাখ ছাড়াল ॥ জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারীতে মৃত মানুষের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যে দেখা গেছে। বিবিসি বলছে, বিশ্ব সংক্রমণের সর্বোচ্চ হারের দিকে এগিয়ে যাচ্ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধানের হুঁশিয়ারির একদিন পর মৃতের এই সংখ্যা এক ‘দুঃখজনক মাইলফলক’ ছাড়াল। অবশ্য বার্তা সংস্থা রয়টার্সের এক হিসাবে বিশ্বজুড়ে কোভিডজনিত মৃত্যু সংখ্যা ৬ এপ্রিলই এ মাইলফলক পার করেছে বলে জানানো হয়েছিল। মহামারী শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে ১৪ কোটিরও বেশি করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। ভারতে মহামারীর দ্বিতীয় ঢেউয়ের মধ্যে শনিবার দুই লাখ ৩০ হাজারেরও বেশি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। শুক্রবার ডব্লিউএইচওর প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়াসেস সতর্ক করে বলেন, ‘উদ্বেগজনক হারে আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।’
×